|
---|
বাবলু হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা :
ঐতিহ্যমন্ডিত জয়নগর টাউন হলে জয়নগর বিধানসভার বিধায়ক বিশ্বনাথ দাসের আহ্বানে,একাধিক বিধায়ক সহ মন্ত্রী সংবর্ধনা সভা। যেখানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সুন্দরবন উন্নয়ন দপ্তরের মন্ত্রী বঙ্কিম চন্দ্র হাজরা, সওকত মোল্লা,লাভলী মৈত্র,সমির জানা,জয়দেব হালদার, নমিতা সাহা,ফিরদৌসী বেগম, গনেশ চন্দ্র মন্ডল বিভাস সরদার,পরেশ রাম দাস,অলোক জলদাদা, যোগরঞ্জন হালদার। বর্তমান কোভিদ পিরিয়ডের জন্য পশ্চিমবঙ্গ মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশক্রমে কোন জায়গায় বিজয় মিছিল সংঘটিত হয়নি। তাই অল্প সংখ্যক মানুষকে নিয়ে দক্ষিন চব্বিশ পরগনা জেলায় যুব সভাপতি শওকত মোল্লার নির্দেশে জয়নগর বিধানসভার বিধায়ক বিশ্বনাথ দাস এক মহতী সভা অনুষ্ঠানের আয়োজন করলেন । আর উপস্থিতি ছিল চাঁদের হাট।এলাকার একাধিক বিধায়ক আগামী জয়নগর পৌরসভা সহ দক্ষিণ ২৪ পরগনা তিনটি পৌরসভা নির্বাচন। পুরসভা এলাকা গুলির কর্মীদের উজ্জীবিত করতে এই মুহুর্তের এমনই সভা বলে মনে করা হচ্ছে। যেখানে উপস্থিত বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর থেকে শুরু করে পঞ্চায়েত প্রধান, সদস্য, থেকে একাধিক তৃণমূল কংগ্রেসের কর্মীরা । একসঙ্গে এতগুলো বিধায়ককে পেয়ে খুবই উজ্জীবিত কর্মী-সমর্থক। তারা মনে করছেন যে জয়নগর পৌরসভাসহ দক্ষিণ ২৪ পরগনা আরো যে কয়টি পৌরসভা আছে তারা তৃণমূল কংগ্রেসের হাতে তুলে দেবেন।