শতাধিক উদ্বাস্তু পরিবার ৬৪ বছর পর দলিল পেল আর আর ডিপার্টমেন্টের সহয়তায় কুলতলিতে

হাসান লস্কর, সুন্দরবন, দক্ষিণ চব্বিশ পরগনা : ২৫ শে জানুয়ারি ২০২৪ বৃহস্পতিবারে পশ্চিমবঙ্গ সরকারের পুনর্বাসন দপ্তরের উদ্যোগে কুলতলী ব্লকের গুড়গুড়িয়া ভুবনেশ্বরী অঞ্চলের দেবীপুর বেরার মোড়ে শতাধিক উদ্বাস্তু পরিবারের সদস্যদের হাতে দলিল তুলে দিলেন আর আর ডিপারমেন্ট আধিকারিক (আলিপুর)। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন

    কুলতলির বিধায়ক গণেশচন্দ্র মন্ডল ,গুড়গুড়িয়া ভুবনেশ্বরী অঞ্চলের প্রধান জয়দেব প্রধান ওরফে বাবলু, দেউলবাড়ী দেবীপুর অঞ্চলের প্রধান সফিউল্লা শেখ, মৈপিঠ কোস্টাল থানার ওসি স্বপন বিশ্বাস, বিশিষ্ট সমাজসেবী পিন্টু মন্ডল, সুকো রঞ্জন রায়, সিরাজ খান,রাজু সিট জয়দেব ভাণ্ডারী,পরিমল সুতার সহ একাধিক জনপ্রতিনিধি এলাকার মানুষজনের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কুলতলী বিধানসভার বিধায়ক ও আর আর ডিপার্টমেন্ট আলিপুরের আধিকারিকদের কথার এরা ডিপার্টমেন্টে দরখাস্ত করার পর আধিকারিকরা সরজমিনে তদন্ত ও জরিপ করার পর প্রকৃত কৃষকদের হাতে দলিল তুলে দেওয়া হল। নিমাই মিস্ত্রি অজিত বৈরাগী মিনাল মন্ডলের কথায় উঠে এলো দীর্ঘ ৬৪ বছর আমরা বসবাস করে আসছি এখানে এবং জমিতে চাষবাস করলেও জমির অধিকার থেকে আমরা বঞ্চিত ছিলাম। পূর্ববঙ্গ থেকে তারা এখানেই এসে বসতি স্থাপন করলেও জমির অধিকার ছিল না আমাদের। আজ আমরা শতাধিক পরিবার হাতে এই দলিল পেয়ে আমরা খুবই খুশি। ঈশ্বর এই সমস্ত ব্যক্তি যাদের পরিশ্রমের ফসল আজ আমরা হাতে পেলাম। তাদের সুখে শান্তিতে রাখুক আগামী দিনে তারা মানুষের সেবায় আরো ভালো করে কাজ করুক ।