মহিলাদের স্বনির্ভর করতে এসবিআই এর বিশেষ উদ্যোগ কুলতলীতে

বাবলু হাসান লস্কর, সুন্দরবন, দক্ষিণ চব্বিশ পরগনা: মিসিং লিঙ্ক ট্রাস্টের ব্যবস্থাপনায় এসবিআই জেনারেল এর সহযোগিতায় সমস্যায় থাকা এবং নিজের পায়ে দাঁড়ানোর উৎসাহী মহিলাদের স্বনির্ভর হওয়ার লক্ষ্যে অত্যাধুনিক ইলেকট্রিক টেলারিং মেশিন, কাটিং মেশিন সেইসঙ্গে ইলেকট্রিকের সমস্যা যাতে না ঘটে ডিজি জেনারেটরের মাধ্যমে মধ্য গুড়গুড়িয়া তে ওম্যান এম্পাওয়ারমেন্ট ট্রেনিং সেন্টারের শুভ সূচনা হলো প্রোডাকশন ইউনিট হিসাবে। এবং একইভাবে ভুবনেশ্বরীতে মহিলাদের টেলারিং প্রশিক্ষণের সেন্টারের শুভ সূচনা হলো- যার মূল উদ্দেশ্য হলো কুলতলী এলাকায় উৎসাহী মহিলাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা, তাদের হাতে বানানো সামগ্রীকে যথাযথভাবে বাজারিকরণ করার মাধ্যমে প্রতিটি মহিলা এবং তার পরিবারকে স্বনির্ভর করা, সেজন্য বাজারের সঙ্গে সরাসরি যুক্ত করতে একটি মহেন্দ্র গাড়ি ও স্থায়ীভাবে ব্যবস্থা হয়, এ বিষয়ে গুড়গুড়িয়া গ্রাম পঞ্চায়েত প্রধান জয়দেব প্রধান মইপিট কোস্টাল থানার ওসি স্বপন বিশ্বাস ও কুলতলী ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক এই উদ্যোগকে শুভেচ্ছা জানান।