সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে ২০২২ এমপি কাপের শুভ সূচনা

বাইজিদ মণ্ডল, ডায়মন্ড হারবার:- ফুটবল খেলা হলো সাধারণ মানুষের একটা আবেগ, আর সেই আবেগ ও গ্রাম বাংলা থেকে কিছু প্রতিভা ফুটবলার কে মাঠের মূল মঞ্চে তুলে আনতে নিজে ২০১৭-য়ে এমপি কাপ শুরু করেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।কোভিড পরিস্থিতিতে গত ২০২০ সালে টুর্নামেন্ট বন্ধ রাখতে হয়,তার পরের বছর অর্থাৎ ২০২১ সালে করোনা কিছুটা শিতিশিল থাকার কারণে খেলা হলেও মানুষের মধ্যে তেমনটা উৎসাহ ছিলনা। এবছর প্রায় করোনা মুক্ত তাই আবার ও ধুমধামের সঙ্গে শুরু হলো সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সপ্নের এমপি কাপ ফুটবল খেলা। ডায়মন্ড হারবার লোকসভার সাতটি বিধানসভা কেন্দ্রের মোট ১২৮টি দল অংশ নিয়েছেন। খেলা শুরু হয় ডায়মন্ড হারবার এসডিও গ্রাউন্ডে আজ অর্থাৎ ১০ই ডিসেম্বর থেকে,তার শুভ উদ্বোধন করেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এছাড়াওউপস্থিত ছিলেন বিশিষ্ঠ সঙ্গীত শিল্পী হানি সিং মন্ত্রী দিলীপ মণ্ডল,যুব নেতা জাহাঙ্গীর খান, কেনিং পূর্বের বিধায়ক শওকাত মোল্লা,রাজ্যসভার সাংসদ সান্তনু সেন,জেলা সভাধিপতি শামীমা শেখ,শক্তিপদ মণ্ডল, ডা:হা: ফুটবল প্রেসিডেন্ট গৌরাঙ্গ ব্যানার্জি,স্নেহাশিস চক্রবর্ত্তী,পার্থ ভৌমিক,সহ ডায়মন্ড হারবার লোকসভার সাতটি বিধায়ক ও আরো অন্যান্য নেতৃত্ব থেকে শুরু করে অন্যান্য সকল নেতৃত্বরা। বলেন, রাজনীতির ময়দানে আমরা লড়ে নেব,লড়তে জানি তবে এই ২০ দিন কোনো রাজনীতি হবে না শুধু খেলা হবে।