নোনাপুকুর এলাকায় ট্রামে আগুন; ব্যহত হয় যান চলাচল কলকাতা- ২৪ পরগণা 4 March 2022 by নতুন গতি কলকাতা: নোনাপুকুর এলাকায় ট্রামে আগুনকে কেন্দ্র করে ছড়ায় চাঞ্চল্য। দীর্ঘক্ষন ট্রাম চলাচল বন্ধ থাকে মল্লিকবাজার থেকে শিয়ালদা পর্যন্ত। ব্যহত হয় যান চলাচলও। খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে আগুন আয়ত্তে আনার কাজ শুরু করেন দমকলের আধিকারিকরা।