|
---|
বহরমপুর: আজ প্রাথমিক শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা টেট-২০২২ অনুষ্ঠিত হবে বেলা ১২ থেকে দেড়ঘন্টা। অনেকের মুর্শিদাবাদের এক প্রান্ত থেকে প্রায় অপর প্রান্তে পড়েছে পরীক্ষার কেন্দ্র। নওদার বাসিন্দার সিট পড়েছে অওরঙ্গবাদে। ডোমকলের বাসিন্দা সিট পড়েছে ধূনিয়ানে। অর্থাৎ তাদের বহরমপুরে এসে বাস ধরে রাধারব্রীজ পার হয়ে দেয় বা দুই ঘন্টা বাসযাত্রা করতে হবে। বাড়ি থেকে বাড়ির দূরত্বও নেহাত কম নয়। এই অবস্থায় আজ ছুটির দিনেও সকালে রাধারব্রীজে প্রচণ্ড জ্যাম ও ভোগান্তির মুখে পড়লের টেট পরীক্ষার্থীরা। জানা যায়, সকালে রাধারব্রীজে দুটি গাড়ি বিকল হয়ে পড়ায় এই জ্যাম। বহরমপুর বাসস্ট্যান্ড থেকে ব্রীজের অপর পাড়েও দীর্ঘ লাইন পড়ে যায়। প্রশাসনের উদাসীনতার ফল বলে মনে করছেন অনেকে।