|
---|
বীরভূম: লাগাতার ছাত্র বিক্ষোভ ও আন্দোলনের জেরে প্রশাসনিক চাপে পড়ে উপাচার্যের কাছে ইস্তফাপত্র পাঠিয়ে পদত্যাগ করলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার আশিস আগরওয়াল। তাঁর এই পদক্ষেপে বিস্মিত হয়েছেন পড়ুয়ারাও।
জানা যায় বিক্ষোভকারী পড়ুয়াদের সাথে আলোচনায় যেতে চেয়েছিলেন তিনি। তাঁর অভিযোগ, উপাচার্য তাঁর এই পরিকল্পনাকে সমর্থন করেননি। বারবার প্রশাসনিক কাজে বাধা দেওয়া হচ্ছিলো আর সেই কারণেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছেনা। আর এসবের চাপে পড়েই রেজিস্ট্রারের পদত্যাগের সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।
এদিকে, মঙ্গলবার সকালেই পরীক্ষার্থীদের জন্য নিয়ম শিথিল করে আগের নোটিস প্রত্যাহার করেছে কর্তৃপক্ষ। অনলাইন ক্লাস করে অফলাইনে পরীক্ষা দিতে নারাজ ছিলেন পরীক্ষার্থীরা। আন্দোলনের এটাও একটা কারণ ছিল। আগে নোটিস দিয়ে জানানো হয়েছিল, যারা নির্দিষ্ট পরীক্ষা সূচি অনুসারে পরীক্ষা দেবে না, তাদের ফাইনালের রেজাল্টে ‘ব্যাক’ হিসাবে দেখানো হবে। পরে চাপের মুখে পড়ে এই নোটিস প্রত্যাহার করা হয়। কিন্তু তার ঠিক পরপরই রেজিস্ট্রারের পদত্যাগ ঘিরে জটিলতা আরও বাড়ল।
উল্লেখ্য, মার্চের গোড়ায় তাঁকে ও অন্যান্য আধিকারিকদের ঘেরাও করেছিল বিক্ষোভরত পড়ুয়ারা। এমনকি প্রাণ সংশয়েরও অভিযোগ করেছিলেন তিনি।