বসিরহাট ইটিন্ডা আমিনিয়া মাদ্রাসার পাগড়ী প্রদান ও ঈছালে ছাওয়াব মহফিল

সংবাদদাতা : উত্তর চব্বিশ পরগনার একেবারে প্রন্তিক এলাকা ঘোঁজাডাঙা বর্ডার সংলগ্ন ইটিন্ডা আমিনিয়া মাদ্রাসা। সেই মাদ্রাসার দুই দিনব্যাপী বার্ষিক ঐতিহাসিক ঈছালে ছাওয়াব মহফিল অনুষ্ঠিত হয়।

    উক্ত মাদ্রাসার ডাইরেক্টর জনাব মাওলানা মাসউদুর রহমান সাহেব বলেন, এই মাদ্রাসা ১৯৩০ সালে আল্লামায়ে হিন্দ, সমাজসংস্কারক, বহুগ্রন্থ প্রণেতা, হজরত মাওলানা রুহুল আমিন সাহেব নিজ হাতে প্রতিষ্ঠা করেন। তিনি একাধারে যেমন প্রথিতযশা লেখক ছিলেন তেমন একজন স্বাধীনতা সংগ্রামীও ছিলেন। তাঁরই স্মৃতি স্মরণে এলাকাবাসী ও মাদ্রাসা কমিটির আন্তরীক সহযোগিতায় এতদিন ধরে ইসলামিক সংস্কৃতিক অনুষ্ঠান ও ঈছালে ছাওয়াব মহফিল অনুষ্ঠিত হয়ে আসছে। এই মাদ্রাসার বহু ছাত্র নানা প্রতিষ্ঠানে দীনের খেদমত করছে।এখানকার ছাত্ররা পঃবঃ সরকারের মধ্যশিক্ষা পর্ষদ ও মাদ্রাসা শিক্ষা পর্ষদ কতৃক সিলেবাস অনুকরণ সহ দারসে নিজামীয়া সিলেবাসে মাওলানা পাশ করছে। বিশেষত প্রতিবছরের ন্যায় এবছরও হিফয বিভাগ থেকে ২ জন কৃতী ছাত্রকে পাগড়ী প্রদান করা হয়।
    এদিন উপস্থিত ছিলেন ভারত বাংলাদেশের ওয়ায়েজীন সহ কাটিয়াহাট আল হেরা মিশনের সম্পাদক হাজি আকবর আলি সরদার, সিরাতের রাজ্য সম্পাদক আবু সিদ্দিক খান, সমাজসেবী শরীফুল ইসলাম, মাওলানা মোস্তাকিম মন্ডল, মাওলানা আলাহজ সামসুর রহমান, পীরজাদা খোবায়েব আমিন, শিক্ষক আবু জাফর ,হাফেজ তরিকুল ইসলাম, শিক্ষক জাহাঙ্গীর আলম প্রমুখ।