|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: ফের হাজিরা এড়াতে সফল হলেন বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। মঙ্গলবার আইনজীবী মারফত চিঠি পাঠিয়ে তিনি জানালেন হাই কোর্টে তাঁর দায়ের করা মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সেখানে তিনি যাবেন না।
মঙ্গলবার তাঁর নিজাম প্যালেসে যাওয়ার কথা ছিল। কিন্তু না গিয়ে আইনজীবীর হাতে চিঠি পাঠান। তাতে তিনি উল্লেখ করেন “হাই কোর্টের সিঙ্গল বেঞ্চের রায়ের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছি। তা আদালতের বিচারাধীন। বুধবার শুনানির সম্ভাবনা। এই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সিবিআইয়ের মুখোমুখি হওয়া যাবেনা।” তবে সূত্রের খবর, এদিন তাঁর দেহরক্ষীকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছেন সিবিআই কর্তারা।
উল্লেখ্য, গরু পাচার মামলায় সোমবার বেলা ১১টায় সিবিআই দপ্তরে হাজিরা দেওয়ার কথা ছিল বীরভূম জেলা সভাপতির। কিন্তু তার ঠিক আগেই তিনি হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আবেদন জানান যাতে তাঁকে কলকাতার সিবিআই দপ্তরে গিয়ে হাজিরা দিতে না হয়।