|
---|
মালদার চাঁচলে পুকুর চুরির ঘটনায় চাঞ্চল্য
উজির আলী,নতুন গতি,চাঁচলঃ ১২ জুন
কংগ্রেস পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে উঠল বড়সড় অনিয়মের অভিযোগ। যেখানে পুকুর খনন না করেই হাজার হাজার টাকা আত্মসাতের উঠেছে মালদহের চাঁচল ১ নং ব্লকের মহানন্দাপুর গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে। আর এই পুকুর চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্যে ছড়িয়েছে বিহার সীমান্ত মহানন্দাপুর অঞ্চলের নোনাতর সংসদে।
সম্প্রীতি পুকুরের সৌন্দর্যায়নের জন্য পঞ্চায়েত তরফে স্কীম এমন স্কীম ধরা হয়ে থাকে।
জানা গেছে ২০১৯-২০ অর্থবর্ষে ওই পঞ্চায়েতের তরফে এম জি এন আর ই জি এস প্রকল্পের প্রায় চার কাঠা পুকুর সৌন্দর্যায়নের জন্য বরাদ্দ হয়েছিল ছিয়াত্তর্ হাজার তিনটাকা।
তবে কাজ না করেই ভুয়ো মাষ্টাররোল করে সমস্ত টাকা জব কার্ডে তুলে নেওয়া হয়েছে বলে দাবী অভিযোগকারীদের। এনিয়ে বৃহস্পতিবার পঞ্চায়েতের বিরুদ্ধে চাঁচল ১ নং ব্লক অভিযোগ করেছেনে এলাকারই সেখ রিয়াজুদ্দিন ও মোহাঃ মেরাজ নামে দুই ব্যক্তি। ঘটনা তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহনের দাবী তুলেছেন তারা। এমনকি চাঁচল মহকুমা শাসকের দপ্তরেও এই অভিযোগ জমা পড়েছে।
অভিযোগ পেয়ে ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বিডিও সমীরণ ভট্টাচার্য্য।
তবে পুকুরের মালিক অভিযোগ না করে গ্রামবাসী কেন অভিযোগ করল? সংশয় থেকে যাচ্ছে।
এবিষয়ে মহানন্দাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান গোপাল চৌধুরীর দাবী,সেই পুকুরের কাজ সম্পন্ন করেই বিলা পাশ করা হয়েছে। সম্পূর্ন মিথ্যা অভিযোগ বলে দাবী করেছেন প্রধান।