নাবালিকার বিয়ে বন্ধ করলো প্রশাসন

নিজস্ব সংবাদদাতা, বোলপুর: বৃহষ্পতিবার এক নাবালিকা কিশোরীর বিয়ে বন্ধ করলো প্রশাসন। বোলপুরের একটি বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রীর বিয়ের ব্যাবস্হা করে তারা মা ও দাদু। আজ শুক্রবার বছর ষোল বয়সের মেয়েটির বিয়ে হবার কথা ছিলো। তার আগেই প্রশাসনের তরফে বিয়ে বন্ধ করতে যান চাইল্ড লাইনের প্রতিনিধি নুপুর মজুমদার, সঞ্জয় সেন, জেলা আইনী পরিষেবা কতৃপক্ষের আইনী সহায়ক মহিউদ্দীন আহমেদ ও বোলপুর থানার পুলিশ।

    জানা গেছে, ঐ কিশোরী এবারে মাধ্যমিক পরীক্ষার্থী। নানুর এলাকায় তার বিয়ে ঠিক হয়। প্রশাসন যেন জানতে না পারে তারজন্য বোলপুরের বাইরে, ভিন্ন জেলায় বিয়ের বন্দবোস্ত করে তার পরিবার। কোন একটি মন্দিরে বিয়ে দেবার তার আগেই খবর পেয়ে যায় চাইল্ড লাইন।

    জেলা আইনী পরিষেবা কতৃপক্ষের আইনী সহায়ক বলেন, নাবালিকা মেয়েটির বিয়ে বন্ধ করা হয়েছে। তার মায়ের লিখিত অঙ্গীকারও নেওয়া হয়েছে আইনমাফিক বয়স না হলে বিয়ে দেবেন না।

    পাশাপাশি কমবয়সে বিয়ে দিলে মেয়েটির শারীরিক ও মানষিক কি রকম ক্ষতি হতে পারে সে বিষয়ে কাউন্সিলিংও করা হয়েছে। এছাড়াও মেয়েদের শিক্ষায় বাষয়ে সরকারী প্রকল্প থেকে যেভাবে সাহায্য করা হয় সেবিষয়েো সচেতন করা হয়েছে।