|
---|
নিজস্ব প্রতিনিধি, বহরমপুর : অভিনব উদ্যোগ । এ যেন এক নতুনত্বের ছোঁয়া। জলসার স্টেজে অনলাইন গেম ও মাদকদ্রব্যসহ সমাজের বিভিন্ন অপকর্ম নিয়ে ‘সামাজিক অবক্ষয়’ নামে নাটকের এক অনন্য চিত্র দেখা গেল লালগোলায়। জানা যায় মুর্শিদাবাদের লালগোলার গোডাউন মোড় এলাকার জলসা কমিটির উদ্যোগে এই আয়োজন করা হয়।
শুধু তাই নয়,অপসংস্কৃতি নয় চাই সুস্থ সংস্কৃতি ও বিনোদন । এই উপলক্ষে এদিন এক ইসলামিক সংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। জেনারেল শিক্ষার পাশাপাশি বর্তমান প্রজন্মের মধ্যে দ্বীনি শিক্ষার চর্চা ছড়িয়ে দেওয়ায় মূলত এই অনুষ্ঠানের উদ্দেশ্য বলে জানানো হয়।
গোডাউন মোড় জালসা কমিটির সম্পাদক জনাব আব্দুর রাজ্জাক বলেন আমরা প্রতিবছর ছাত্রছাত্রীদের মধ্যে ইসলামিক চর্চা ছড়িয়ে দেওয়ার জন্য এই অনুষ্ঠানের আয়োজন করে থাকি এবং এ বছরও তার ব্যতিক্রম নয় । অনুষ্ঠান উপলক্ষে গ্রামের মক্তবের ছাত্রছাত্রীদের বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয় । কোরআন তেলাওয়াত , তাৎক্ষণিক বক্তব্য , গজল , হাদিস প্রতিযোগিতা , কুইজ। এবং সবচেয়ে সামাজিক অবক্ষয় নাটক পেশ করা হয় যা নজর কাড়ে এলাকাবাসীর।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঐতিহ্যবাহী লালগোলা প্রতিষ্ঠান AMS র সহকারী শিক্ষক ও সাহিত্যিক জনাব মোবারক মন্ডল (নদিয়া) । নতুন গতির সাংবাদিক আসিফ রনি। যিনি মাদ্রাসা শিক্ষার আধুনিকরন নিয়ে আলোচনা করেন।
এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী আব্দুর রাজ্জাক,সমাজসেবী খাবিরুদ্দিন সেখ ,ইমাম আব্দুস সালাম,বাংলাদেশের বিখ্যাত নাশিদ গোষ্ঠী হ্যাভেন টিউনের সদস্য মাহবুব আলম সহ জালসা কমিটির অন্যান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন ।