ধর্মরাজ পুজোর অন্যতম আকর্ষণ হল ‘সং

নিজস্ব প্রতিবেদক:- সিউড়ি শহরের মালিপাড়ায় বুধবার ধুমধাম করে হচ্ছে ধর্মরাজ পুজো। এখানকার এই ধর্মরাজ পুজো একদিনের জন্য। এই একদিনের জন্য বিভিন্ন জায়গা থেকে আত্মীয়-স্বজনদের আগমন ঘটে। দিনভর চলে পূজার্চনা। তবে এই ধর্মরাজ পুজোর অন্যতম আকর্ষণ হল ‘সং। স্থানীয়দের সূত্রে জানা যাচ্ছে, আনুমানিক ৪০০ বছর আগে এই মালিপাড়ায় এই ধর্মরাজ পুজোর শুরু হয়। সেই সময় শুন্ডিরা এই পুজোর আয়োজন করেছিলেন এবং পরে স্বপ্নে আদেশ পেয়ে মালাকার পরিবার এই পুজোর দায়িত্বভার বহন করে। বছরের পর বছর ধরে চলে আসা এখানকার এই ধর্ বর্তমানে সময়ের সঙ্গে পরিবর্তন হওয়ার পাশাপাশি ‘সং’ সাজানো হলেও তারা ঘোরেন টোটো অথবা অন্য কোনও যানে। প্রতিবছরের মতো এই বছরও এখানে খুদেরা ‘সং’ সেজে শহরের বিভিন্ন অংশ ঘোরে।তবে এই সং সাজা ক্ষুদেদের মধ্যে এক ক্ষুদেকে দেখা যায় একেবারে অন্য সাজে। ওই খুদের বুকে একটি প্ল্যাকার্ড রয়েছে যেখানে লেখা রয়েছে, ‘আমি ইস্কুল মাষ্টার বউ খুঁজছি’। অর্থাৎ ওই খুদে শিক্ষক সেজেছেন এবং তিনি বরের পোশাক পরে বউ খুঁজতে বেরিয়েছেন। খুদের এই ‘সং’ আলাদা মাত্রা এনে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। কারণ দিন কয়েক আগেই আদালতের নির্দেশে প্রাথমিকের ২৬৯ জন শিক্ষককে নিয়ম বহির্ভূতভাবে নিয়োগের অভিযোগের পরিপ্রেক্ষিতে বরখাস্ত করা হয়। এই এত সংখ্যক শিক্ষক বরখাস্ত হওয়ার পরই একটি সংবাদমাধ্যমে এখন এ দিনের এই ধর্মরাজ পুজোয় এমন ‘সং’ ফের সেই বিতর্কিত অধ্যায়কে ফুটিয়ে তুলল বলেই মনে করা হচ্ছে। যদিও কেন এমন সং সেজেছেন ওই খুদে তা নিয়ে কেউ  মুখ খোলেননি।