রাজনগরের রাজীব গান্ধী সেবা কেন্দ্রের সভাকক্ষে জল বিষয়ক প্রশিক্ষণ ও সচেতনতা শিবির আয়োজিত হল

নিজস্ব সংবাদদাতা : পশ্চিমবঙ্গ সরকারের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের তরফে গ্রামীণ এলাকায় ইতিমধ্যে বাড়ি বাড়ি নল বাহিত পানীয় জলের পরিষেবা দেওয়ার যে উদ্যোগ নেওয়া হয়েছে সে বিষয়ে আজ আলোচনা করা হয়।

    পাশাপাশি পাইপ লাইনের মাধ্যমে বর্তমানে যে পানীয় জল পরিষেবা দেওয়া হচ্ছে সে বিষয়ে উপস্থিত সকলকে সচেতন করা হয়। যাতে জল কেউ অপচয় না করে এবং পানীয় জল সরবরাহের উপকরণ ও সরঞ্জাম চুরি যাতে রোধ করা যায় সে বিষয়ে আলোচনা করা হয়।

    রাজনগর পঞ্চায়েত সমিতি ও পাঁচটি গ্রাম পঞ্চায়েতের সভাপতি, প্রধান, উপপ্রধান ও সদস্যদের নিয়ে আজকের এই শিবিরের আয়োজন করা হয়। পাশাপাশি কোন কোন অঞ্চলে পানীয় জল সরবরাহের কাজ কতটুকু সম্পন্ন হয়েছে সে বিষয় নিয়েও পঞ্চায়েত সদস্যদের সাথে একটি প্রশ্ন-উত্তর পর্ব সারেন আধিকারিকরা। আগামী ২০২৪ সালের মধ্যে প্রতিটি বাড়ি বাড়ি প্রতিটি বাড়িতে পানীয় জল সরবরাহের পরিষেবা সম্পন্ন করা সম্ভব হবে বলে জানান সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা।

    উপস্থিত ছিলেন রাজনগরের বিডিও শুভদীপ পালিত, রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নিবেদিতা সাহা, পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু, বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান , উপপ্রধান ও সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা।

     

    বাইট-বিডিও শুভদীপ পালিত

     

    ( খান আরশাদ, রাজনগর )