মদ বন্ধের দাবিতে মিছিল, পথসভা ও ডেপুটেশন,সিউড়িতে

সেখ রিয়াজুদ্দিন বীরভূম: ই রিটেলে মদ বিক্রি সহ সমস্ত মদের ভাটি বন্ধের দাবিতে এস ইউ সি আই কমিউনিস্ট প্রভাবিত যুব সংগঠন ও মহিলা সংগঠনের পক্ষ থেকে বীরভূম জেলার সিউড়ি শহরে মিছিল ও পথসভা করে এবং জেলা আবগারী দপ্তরে ডেপুটেশন প্রদান করা হয় মঙ্গলবার।

    সংগঠনের বক্তারা তাদের বক্তব্যের মাধ্যমে বলেন যে, ২০২১ এর আগস্ট মাসে রাজ্য সরকারের আবগারি দপ্তর থেকে ই রিটেল পোর্টাল চালু করা হয়েছে।সেই পরিপ্রেক্ষিতে মুম্বাই, ব্যাংগালোর, চেন্নাই এবং কলকাতা মোট চারটি সংস্থার সাথে চুক্তি করতে চলেছে । এটা চালু হলে মদের ব্যাপক প্রসার ঘটবে, যার পরিণতিতে নারী নির্যাতন, ধর্ষণ, পারিবারিক অশান্তির মতো ঘটনা বেড়েই চলবে। পরাধীন ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্যবাদ একদিকে অশিক্ষিত, অর্ধ শিক্ষিত করে রেখে অপরদিকে মদের নেশায় মানুষের স্বাধীনতা চেতনা ও প্রতিবাদী মনকে মারতে চেয়েছিল। সেদিন গান্ধীজী, সুভাষচন্দ্র সহ সর্বস্তরের ও সংগ্রামী যোদ্ধা গন শিক্ষার প্রসার ও মাদকদ্রব্য বিরোধী আন্দোলন গড়ে তুলেছিলেন। আজ স্বাধীনতার ৭৫ বছর পরেও মাদকদ্রব্য প্রসারের এই পরিকল্পনা সমাজের পক্ষে চূড়ান্ত ক্ষতিকারক।

    এই প্রকল্প বাতিলের দাবিতে এদিন বীরভূম জেলা দলীয় কার্যালয় থেকে বিভিন্ন ধরনের শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড হাতে মিছিল করে সিউড়ি বাসস্ট্যান্ডে পথসভা করেন পরে সিউড়িতে অবস্থিত জেলা আবগারি দপ্তরে ডেপুটেশন প্রদান করা হয়।নেতৃত্বে ছিলেন এআই ডি ওয়াই ও র বীরভূম জেলা সম্পাদক কল্যাণ মন্ডল,সংগঠনের জেলা কমিটির সদস্য হেমন্ত রবিদাস, মহিলা সাংস্কৃতিক সংগঠনের সংগঠক যুথীকা ধীবর প্রমুখ।সংগঠনের পক্ষ থেকে আরো দাবি করেন মদ নয় সমস্ত বেকারের কাজের দায়িত্ব নিতে হবে সরকারকে, সমস্ত মদের ভাটি বন্ধ করা।বিহার সহ অন্যান্য রাজ্যের মতো পশ্চিম বঙ্গে ও মদ নিষিদ্ধ করার দাবি তোলা হয়। এই প্রকল্প বন্ধের দাবিতে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে সংগঠনের দাবি।