আরামবাগ পুরসভার সব আসনে জয়ী হবে উন্নয়নমূলক কাজের নিরিখে : স্বপন নন্দী

আজাহার উদ্দিন : আসন্ন রাজ্যের সবকটি পুরসভার নির্বাচন মাত্র কয়েকটা দিন বাকী।কেউ পিছিয়ে নেই প্রচার প্রসার দিকে।হুগলির আরামবাগে সেই ছবি দেখা গেল শহর জুড়ে বিভিন্ন জায়গাতেই শাসকদলের পতাকা পতপত করে ওড়ছে।জোরকদমে প্রচার সারছেন আরামবাগ পুরসভার নির্বাচনে ৬ নং ওয়ার্ড থেকে এবার প্রার্থী হয়েছেন আরামবাগ পুরসভার প্রশাসক স্বপন কুমার নন্দী। সকাল হলেই তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীদের নিয়ে বাড়ি বাড়ি জনসংযোগ করছে,মানুষের আশীর্বাদ নিচ্ছি,সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারেরপাশে থাকবেন। এছাড়াও পুরসভার বিভিন্ন ওয়ার্ডে পরিশ্রুত পানীয় জল ,হাইমাস্ট লাইট,ড্রেন, রাস্তাঘাট, মেডিক্যাল কলেজ,নার্সিং কলেজ,একাধিক উন্নয়নমূলক কাজকর্ম হয়েছে এই সরকারের আমলে।ভবঘুরে মানুষদের আশ্রয়ের ব্যবস্থা,শহরের দারিদ্রসীমা নীচে বসবাসকারীদের সরকারি সাহায্য, দুয়ারে সরকার শিবির করার ফলে প্রচুর মানুষ সরকারি সুযোগ সুবিধা পেয়েছে। জনতার দরবার করে সমস্ত মানুষের সরকারি পরিষেবা পেয়ছে, মানুষ তৃণমূল কংগ্রেস কে ভোট দিবে কারন আরামবাগ শহরের সমস্ত মানুষ সরকারি সুযোগ সুবিধা পেয়েছে।সরকার যেভাবে উন্নয়নমূলক কাজকর্ম করেছে আমরাই আবার পুরসভা গঠন করব একথা দৃঢ় প্রত্যয়ের সঙ্গে বলেন, শহরে সেভাবে প্রচার করতে দেখা যায়নি বিজেপি সিপিএম, কংগ্রেস বিরোধীদের।শহরের বিশিষ্টজনেরা একবাক্কে স্বীকার করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রচুর উন্নয়নমূলক কাজ করেছেন যেমন রাস্তাঘাট, বাড়ির মহিলাদের জন্য লক্ষীর ভান্ডার প্রকল্প, ছাত্রছাত্রীদের জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড, সকলেই এই সুযোগ সুবিধা পাচ্ছে।বিরোধীদের শক্তি সেভাবে এখানে নেই।শুধু সময়ের অপেক্ষা আবার ও আরামবাগ পুরসভা তৃনমুল কংগ্রেস বোর্ড গঠন করবে এমনটাই মনে করেন স্বপন কুমার নন্দী।