|
---|
বাইজিদ মণ্ডল ডায়মন্ড হারবার:- ভারত বর্ষের প্রাক্তন প্রধান মন্ত্রী ভারত রত্ন রাজিব গান্ধীর জন্মদিন পালন,সেই সাথেই শিরাকল অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রাজার হাট বাসষ্ট্যান্ডে মগরাহাট পশ্চিম বিধান সভায় পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের জয়ী প্রার্থী পঞ্চায়েত সমিতির সভাপতি,সহ সভাপতি,পঞ্চায়েত প্রধান,পঞ্চায়েত সমিতির সদস্য ও সদস্যাদের সকল কে সংবর্ধনা দেওয়া হয়। এই সংবর্ধনা অনুষ্ঠানে উদ্বোধনীয় সঙ্গীতের মধ্যে দিয়ে শুরু হয়।উপস্তিত ছিলেন মগরাহাট পশ্চিম ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি সব্যসাচী গায়েন,সহ সভাপতি হাজী মোবারক মোল্লা, মগরাহাট পশ্চিম পঞ্চায়েত সমিতির সাধারণ সম্পাদক মানবেন্দ্র মণ্ডল,মগরাহাট পশ্চিম ১ নম্বর ব্লকের যুব সভাপতি ইমরান হাসান মোল্লা, মগরাহাট পশ্চিমের রেকর্ড ভোটে তৃণমূলের জোয়ী প্রার্থী শিরা কল অঞ্চলের সদস্য গোলাম মোস্তফা সিপাই,পঞ্চায়েত উপ প্রধান প্রতাপ পুরকাইত,অঞ্চল সভাপতি গৌতম মুখার্জি,বর জাহান,তৌসিফ আহমেদ, মোদাস্যের সহ ব্লক ও অঞ্চলের অন্যান্য নেতৃত্ব রা। এদিন রাস্তার পথচলতি মানুষ ও দলীয় কর্মী সমর্থকদের মধ্যে প্রায় ২ হাজার লাড্ডু বিতরণ করা হয়।