|
---|
নিজস্ব সংবাদদাতা :ফের রাজ্যে প্রকাশ্যে শ্যুটআউট। বীরভূমের মহম্মদবাজারে পাথর ব্যবসায়ীকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। সোমবার সন্ধ্যায় মহম্মদবাজারের সারেন্ডা গ্রামের কাছে এই ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ীর নাম তাপস দাস (৩২)। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, রোজের মতো পাঁচামিতে পাথর খাদান থেকে সন্ধ্যায় মোটরসাইকেল চালিয়ে একাই বাড়ি ফিরছিলেন তাপসবাবু। সারেন্ডা ও দর্শনদরিয়া গ্রামের মাঝে ফাঁকা মাঠে রাস্তার পাশে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর দেন তাঁর বাড়িতে। পরিবারের লোকেরা ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনায় আহত হয়েছেন ভেবে সিউড়ি সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা জানান, গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে তাপসবাবুর।
নিহতের ভাই জানিয়েছেন, ‘দাদা ব্যবসা করত। কোনও সাতে পাঁচে থাকত না। ওর কোনও শত্রু নেই। কে যে ওকে মারল জানি না’। দেহ হেফাজতে নিয়ে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। প্রাথমিক ভাবে জানা গিয়েছে ২ গুলি ঘাড়ে ও ১টি গুলি পেটে লেগেছে। যাতে তদন্তকারীদের অনুমান, একাধিক ব্যক্তি তাপসবাবুকে লক্ষ্য করে গুলি চালিয়ে থাকতে পারে। ভর সন্ধ্যায় এই খুনে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।