|
---|
বাবলু হাসান লস্কর : ডায়মন্ড হারবার নেহরু যুব কেন্দ্রের সহযোগিতায় মথুরাপুর ১নং ব্লকে যাদবপুর জনজীবনের উদ্যোগে আজ ১১/১০/২০২৩ তারিখ বুধবার বৈকাল ৪ টার সময় ব্লক স্তরে ” মেরী মাটি মেরা দেশ”প্রোগ্রাম অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার নেহরু যুব কেন্দ্রের উপনির্দেশক অশোক সাহা শুশীল হালদার (সভাপতি যাদবপুর জনজীবন), কপিল কুমার (Accountant Nehru yuba kendra), নন্দিনী হালদার (শিক্ষিকা),সুরঞ্জন চক্রবর্তী (সমাজ সেবিক মথুরাপুর ব্লক -2) ও অন্যান অতিথি বৃন্দ।
অনুষ্ঠানের অতিথি অশোক বাবুর কথায় এটাই সরকারী প্রোগ্ৰাম। আগে গ্ৰাম স্তর থেকে শুরু করে অঞ্চল স্তরে মাটি সংগ্ৰহ করা হয়েছে ,এখন ভারত বর্ষের প্রতিটি রাজ্যের ব্লক স্তর থেকে মাটি সংগ্ৰহ করা হচ্ছে, এই মাটি রাজ্যস্তরে পৌঁছবে।এখান থেকে মাটি নিয়ে দিল্লিতে একটি উদ্দ্যান তৈরীর উদ্দ্যেশে চলে যাবে।
র্যালীর মধ্যদিয়ে অনুষ্ঠানের সুচনা হয়।র্যালীতে প্রায় চারশত মানুষ জন অংশগ্রহণ করে। সংগঠনের ছাত্র ছাত্রী থেকে শুরু করে গ্ৰামের পুরুষ, মহীলা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে আনন্দ উপভোগ করেন।