|
---|
বাবলু হাসান লস্করদক্ষিণ চব্বিশ পরগনা : সুন্দরবন অধ্যুষিত কুলতলী ব্লকের প্রাণকেন্দ্র জামতলায় অবস্থিত জামতলা ভগবান চন্দ্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয়।এই শিক্ষা প্রতিষ্ঠানটি দীর্ঘ ৬০ বছর ধরে তিলে তিলে গড়ে ওঠা। আজ সেখানে চার হাজারের কাছাকাছি ছাত্র-ছাত্রী পড়াশোনা করতে আসে। শিক্ষা প্রতিষ্ঠানের অধিকাংশ ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে আসে দারিদ্রতাকে পাথেয় করে।এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার অধ্যাপক রাজনৈতিকবীদ শিক্ষক ব্যারিস্টার চাকরিজীবী সহ একাধিক পেশায় শত শত ছাত্র ছাত্রী তারা আজ প্রতিষ্ঠিত হয়েছে। হীরক জয়ন্তী বর্ষ উদযাপন ও পুনর্মিলন উৎসবে এখানে একাধিক পেশায় সঙ্গে যুক্ত ব্যক্তিবর্গ উপস্থিত হয়। স্কুলের ছাত্র বর্তমানে বিধায়ক-অধ্যাপক তাঁরাও উপস্থিত ছিলেন। প্রায় হাজারের অধিক প্রাপ্তনী এই মহতী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
সাথে ছিলাম আমরাও বর্তমান শিক্ষক-শিক্ষাকর্মী-ও কিছু ছাত্রছাত্রীদের সম্মিলিত প্রচেষ্টায় একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও অনুষ্ঠিত হয়এই মিলন মেলায়। শিক্ষকদের কথায় আপনাদের আবেগ ও বিদ্যালয়ের প্রতি ভালোবাসা আমাদের মুগ্ধ করেছে।যাঁরা তাঁদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের সাথে সারাদিন ছিলেন তাঁদের বিদ্যালয় পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা-প্রণাম ও আন্তরিক ভালোবাসা জানায়।যে সমস্ত প্রাক্তনী দের আজ আমরা পেলাম না,আগামী দিনের অনুষ্ঠানে তাঁদেরও পাশে পাওয়ার আশা রাখি। সকলের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করেন শিক্ষকরা।