|
---|
সজল দাশগুপ্ত: আজ আফগানিস্তানের বিরুদ্ধে ভারত তাদের বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিল । রোহিতের ব্যাটিং বিক্রমের কাছে কার যত খড়কুটোর মতো উড়ে গেল আফগানিস্তান। রোহিত শর্মা এদিন মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকারের রেকর্ড ভেঙে বিশ্বকাপে সর্বোচ্চ সেঞ্চুরি করার মালিক হলেন। তিনটি বিশ্বকাপে সাতটি সেঞ্চুরি হয়ে গেল হিটম্যানের। শচীনের ছটি বিশ্বকাপে ছটি সেঞ্চুরি, পন্টিংয়ের পাঁচটি সেঞ্চুরি রয়েছে এদের সবাইকে টপকে শিখরে উঠে গেলেন রোহিত শর্মা। এদিন প্রথমে ব্যাট করতে নেমে আফগানিস্তান ৫০ ওভারে আট উইকেটের বিনিময় ২৭২ তোলে। অসাধারণ বোলিং করেন বুমরা, ১০ ওভারে ৩৯ রানের বিনিময়ে ৪ উইকেট তুলে নেন।২৭৩ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে রোহিত ব্রিগেড প্রথম থেকেই বিধ্বংসী ব্যাটিং শুরু করে। ৬৪ বলে সেঞ্চুরি করেন রোহিত শর্মা। অপরদিকে ঈশান কিষান ৪৭ রান, বিরাট ব্যক্তিগত ৫৫ রান করেন। রোহিতের ধ্বংসাত্মক ব্যাটিং এর কাছে আফগানিস্তানের বোলারদের রীতিমতো দিশাহারা লাগছিল। ২ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত। রোহিত শর্মা শেষ পর্যন্ত ১৩১ রান করে আউট হন।