কোহলিরা পাকিস্তানে গেলে দুই দেশের সম্পর্কে উন্নতি হবে: শহিদ আফ্রিদি

নতুন গতি ওয়েব ডেস্ক : পাকিস্তানের মধ্যে এতদিন যে সমস্যাগুলি জিইয়ে রয়েছে, তা সব মিটে যেতে পারে বলে জানালেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শাহিদ আফ্রিদি। চলতি বছর এশিয়া কাপ পাকিস্তানে আয়োজন হওয়ার কথা ছিল। তবে ভারত সেখানে খেলতে যাবে না বলে জানিয়ে দিয়েছে। এর ফলে আপাতত এশিয়া কাপের আয়োজক হতে চলেছে সংযুক্ত আরব আমিরশাহি।যদিও আফ্রিদি মনে করেন, টিম ইন্ডিয়ার এশিয়া কাপ খেলতে পাকিস্তানে আসা উচিত। এক সাক্ষাৎকারে আফ্রিদি বলেন, ‘কোহলিরা পাকিস্তানে এলে আমরা সবাই স্বাগত জানাব। পাকিস্তান সব সময় ভারতীয় ক্রিকেটারদের স্বাগত জানানোর জন্য তৈরি। আমরা ভারতের সঙ্গে সম্পর্কের উন্নতির জন্য প্রস্তুত। এই ক্রিকেটের ফলে দুই দেশের সম্পর্কের উন্নতি ঘটাতে পারে । একমাত্র ক্রিকেটই পারে দুই দেশের মধ্যে বৈরিতা দূর করতে। আমরা বন্ধুত্বের হাত বাড়িয়ে রেখেছি। দুই দেশের মধ্যে ক্রিকেটীয় সম্পর্ক গড়ে তোলাটা প্রয়োজন।’