ভ্রাম্যমাণ জলের ট্যাঙ্কি গুলোর স্টপকক বিকল থাকায় জল অপচয় হচ্ছে

ভ্রাম্যমাণ জলের ট্যাঙ্কি গুলোর স্টপকক বিকল থাকায় জল অপচয় হচ্ছে

    পল মৈত্র, নতুন গতি, দক্ষিণ দিনাজপুরঃ দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভার ভ্রাম্যমাণ জলের ট্যাঙ্কি গুলোর স্টপকক বিকল রয়েছে আর সেই কারনে জল অপচয় হচ্ছে হুঁশ নেই পৌরকতৃপক্ষের যে কারনে এলাকাবাসীদের ক্ষোভ রয়েছে বিস্তর। দীর্ঘদিন বেহাল করুন জীর্ণ দশার জং ধরা ট্যাঙ্কি গুলো মেরামত করা হয়না যার ফলে কোন অনুষ্ঠানে এই ভ্রাম্যমাণ জলের ট্যাঙ্কি গুলো ভাড়া দিলে সেইসব জায়গায় দেখা যায় জল পরে অপচয় হচ্ছে নজর নেই কারোর। যেখানে বিশ্ব উষ্ণায়নের জেরে ভূগর্ভের জলের স্তর নীচে নেমে গেছে যা খুব চিন্তার বিষয় সেদিকে কোন গুরুত্ব না দিয়ে কি ভাবে এতটা দায়ীত্বহীন হতে পারে সবাই সে ব্যাপার এলাকাবাসীরা ক্ষোভ উগড়েছে। সকলের দাবী জলের অপচয় না করে পৌরকতৃপক্ষ অতি দ্রুত ভ্রাম্যমাণ জলের ট্যাঙ্কি গুলো মেরামত করে ব্যবহারের যোগ্য করে তুলুক। তবে সেই সমাধান কবে হবে সেই অপেক্ষায় এলাকাবাসীরা