অসাংবিধানিক সি এ এ ও এনআরসির বিরুদ্ধে পাক সার্কাস সত্যাগ্রহ অবস্থান বিক্ষোভ প্রগ্রেসিভ ইয়ুথ ফাউন্ডেশনের

সংবাদদাতা : প্রগ্রেসিভ ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে অসাংবিধানিক সিএ এ এন পি আর ও এন আর সির বিরুদ্ধে মহিলাদের অবস্থানের সমর্থন জানিয়ে অহিংসা মধ্য দিয়ে সত্যাগ্রহ অবস্থান-বিক্ষোভ কলকাতার পার্ক সার্কাসে। দেশের অখন্ডতা রক্ষার্থে শান্তিপূর্ণ গান্ধীজীর অহিংস অসহযোগ সত্যাগ্রহ তুলে ধরাই ছিল এই আন্দোলনের মূল লক্ষ্য।উপস্থিত ছিলেন প্রগ্রেসিভ ইয়ুথ ফাউন্ডেশনের রাজ্য সভাপতি সিয়ামত আলী বলেন আমরা দেশের নাগরিক এই নাগরিকত্ব কেউ কেড়ে নিতে পারে না। যারা ইংরেজদের দালালী করলো আজ তাদেরকেই নাগরিকত্বের প্রমাণ দিতে হবে এটা দেশের জন্য লজ্জাজনক। দেশের জন্য দেশের ধর্মনিরপেক্ষতা ও সংবিধান রক্ষার্থে এই অসাংবিধানিক ও প্রত্যাহারের দাবিতে আজ সত্যাগ্রহ’ অবস্থান-বিক্ষোভ শুরু হল। এটি সারা রাজ্যব্যাপী জেলায় জেলায় সংঘটিত হবে। যতদিন না এই আইন প্রত্যাহার করা হচ্ছে। যারা এই স্বতস্ফূর্ত গণ আন্দোলনকে স্তব্ধ করার জন্য হিংসাত্মক গুলিকে হাতিয়ার করে মানুষ হত্যায় নেমেছে। আমরা তাদেরকে গান্ধীর পথ অনুসরণ করে অহিংসা সত্যাগ্রহের মধ্য দিয়ে গুলির বিরুদ্ধে চরখা দিয়ে তার জবাব দিতে চাই। হিংসা নয় শান্তি চাই বিভেদ নয় ঐক্য চাই। এদিনে মাইনোরিটি কাউন্সিলের রাজ্য সভাপতি শাহেনশাহ জাহাঙ্গীর বলেন আজকের যারা আচ্ছে দিনের নামে দেশের অস্থিরতার পরিবেশ সৃষ্টি করছে তাদেরকে এই গান্ধীর পথের মাধ্যমেই উপযুক্ত জবাব দিতে হবে। উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সাবির হোসেন, সম্পাদক জাকির হোসেন, কোষাধক্ষ্য কাজই তৈয়ে বুললা , রাজ্য সহ-সভাপতি এসকে নুর আলি, হাওড়া জেলার সভাপতি ফাইজুল হাসান, জাহাঙ্গীর হোসেন, আনিসুর রহমান ,মাওলানা সমির উদ্দিন প্রমূখ।