নদীয়ার তেহট্টে এনআরসির আতঙ্কে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলো

নদীয়ার তেহট্টে এনআরসির আতঙ্কে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলো

    নিজস্ব প্রতিনিধি, নতুন গতি, নদীয়া: শম্ভু নাথ নামে এক ব্যক্তি বেশ কিছুদিন ধরে এনআরসি আতঙ্কে দিন কাটাচ্ছিল আগে মারা যান। কিন্তু নাগরিকত্ব বিল আসার পর থেকেই একমাত্র জীবিত ছেলের রেশন কার্ডে নামের ভুল থাকায় আতঙ্কে ভুগতে থাকেন বাবা। সেই ছেলেকেও হারানোর ভয়ে শেষমেশ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলেন বাবা। মৃতের নাম শম্ভু নাথ (‌৫৫)‌।
    শনিবার বেলা আড়াইটে নাগাদ তেহট্টের নাটনার সোনাদহ পাড়ার এলাকায় ঘটনা ছেলে প্রসেনজিতের দাবি, আমার নাম রেশন কার্ডে ভুল থাকায় ভীষণ চাপে ছিলো বাবা। এদিকে বেশ কিছুদিন আগে এলাকাতে বিজেপি–‌র এনআরসি এবং ক্যা–এর সমর্থনে মিছিল তাঁকে আরও আতঙ্কিত করে তোলে। ছেলের নামের বানান ভুল হয়তো তাকে পাঠিয়ে দেওয়া হবে ডিটেনশন ক্যাম্পে কিংবা বাংলাদেশ পাঠিয়ে দেবে এমনটাই তাঁকে সর্বক্ষণ ভাবিয়ে তুলত। সেই ভয়ে এদিন দুপুরে নিজের বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন শম্ভু নাথ। দুপুরে বাড়িতে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পরিবারের সদস্যদের তাকে তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের ছেলে বলেন,আমার নাম প্রসেনজিৎ নাথ, ডাক নাম গৌতম। ভোটার কার্ড কিংবা আধার কার্ডে নাম ঠিকঠাক থাকলেও রেশন কার্ডে নাম ভুলবশত গৌতম নাথ হয়ে যায়। এই নাম ভুল থাকাতে বাবা ভীষণ চিন্তায় ছিলো বাবা।নাম সংশোধনের জন্য আবেদন করেছি। কিন্তু তার পরও বাবা ভয় পেয়েছিলেন। যদি আমার নামের বানান ঠিক না হয়, সে ক্ষেত্রে এনআরসি–‌র প্রভাবে আমাকে দেশ ছাড়তে হবে।’‌
    মৃত্যুর খবর শুনে হাসপাতালে শম্ভুর পরিবারের কাছে ছুটে আসেন তেহট্টের তৃণমূল বিধায়ক গৌরীশঙ্কর দত্ত। তিনি বলেন, ‘‌এনআরসি আতঙ্কে ভুগছিলেন শম্ভু। ইতিমধ্যেই কিছুদিন আগে বিজেপি এলাকাতে এনআরসি এবং ক্যা–এর সমর্থনে মিছিল তাকে আরও আতঙ্কিত করে। রেশন কার্ডে ছেলের নাম ভুল থাকায় তিনি ভেবেছিলেন তার একমাত্র ছেলেকেও হয়তো অন্য জায়গায় নিয়ে যাবে।সেই আতঙ্কে তিনি আত্মহত্যা করেন বিধায়ক বললে এই এলাকার বেশি অংশ বসবাসকারী রায় বাংলাদেশ থেকে আসা।