ফের গেরুয়ার শিবিরে ধাক্কা এবার মধ্যপ্রদেশে সি এ এ প্রতিবাদে বিজেপি নেতা দল ছাড়লেন

ফের গেরুয়ার শিবিরে ধাক্কা এবার মধ্যপ্রদেশে সি এ এ প্রতিবাদে বিজেপি নেতা দল ছাড়লেন

    নতুন গতি,ওয়েব ডেস্ক: ফের গেরুয়ার শিবিরে ধাক্কা এবার মধ্যপ্রদেশে সি এ এ প্রতিবাদে বিজেপি নেতা দল ছাড়লেন।
    মধ্যপ্রদেশের ইন্দোরের খাজরানা পৌরসভার কাউন্সিলর উসমান প্যাটেল।
    শনিবার তিনি দলত্যাগ করে বেরিয়ে আসেন।আর বলেন বিজেপি আসলে সি এ এ এর মাধ্যমে মুসলিমদের তাড়াতে চাইছে ,আর বিজেপি শুধু ধর্মের নামে রাজনীতি করছেন।আমি প্রথমে সেটা ভালো করে বুঝতে পারিনি ,তাই উকিরের সঙ্গে কথা বলে পড়া শুনা করতে করতে বুঝতে পারলাম।তাই দলত্যাগ করলাম।