সামসেরগঞ্জের জয়কৃষ্ণপুর এলাকায় হাইস্কুলে আজ “দুয়ারে সরকার” কর্মসূচি ক্যাম্প অনুষ্ঠিত হল

নতুন গতি ডিজিটাল ডেস্ক: নিজস্ব সংবাদদাতা, সামসেরগঞ্জ, রফিকুল ইসলাম: রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলি জনগণের কাছে সহজে পৌঁছে দিতে রাজ্য সরকার বুথে বুথে চালু করেছে ‘দুয়ারে সরকার’ ক্যাম্প। মুর্শিদাবাদের সামসেরগঞ্জ এর জয়কৃষ্ণপুর এলাকায় হাইস্কুল এ এদিন সকাল ১০ টা থেকে ক্যাম্প শুরু হয়, এবং অনেক মানুষের ভিড় উপচে পড়ে ও এলাকায় “দুয়ারে সরকার” এর কাজের ব্যাপকভাবে সাড়া মেলে। আজ উপস্থিত ছিলেন জয়কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান, জয়কৃষ্ণপুর গ্রামের মেম্বার, বিডিও অফিসের কর্মচারী ও বিশিষ্ট জনেরা।

    এদিন ‘খাদ্যসাথী’, ‘স্বাস্থ্যসাথী’ ‘শিক্ষাশ্রী’, ‘কন্যাশ্রী’ ‘রূপশ্রী’ ‘কৃষি বন্ধু’ এবং ‘১০০ দিনের কাজ’ এই সবকটি প্রকল্পের প্রয়োজনীয়তা সম্পর্কে মানুষকে বুঝিয়ে বলেন। ‘দুয়ারে দুয়ারে’ কর্মসূচি ‘দুয়ারে দুয়ারে’ কর্মসূচি এর আগেও মানুষ সরকারি সুবিধা পেয়েছে। তবে এখন সমস্ত সুবিধা একটা জায়গা থেকেই পাওয়া যাবে। “দিদি এত কাজ করেছেন যে, বাংলার মানুষের কাছে ভাল থাকাটা খুব সহজ। এখানকার মানুষকে ভালরাখাটা প্রথম দরকার। “মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দিতেই দুয়ারে দুয়ারে কর্মসূচি নেওয়া হয়েছে। এর আগে বাংলায় এমন উদ্যোগ কেউ নেয়নি।