|
---|
আজিজুর রহমান, গলসি : গলসির তেতুলমুড়ি হাই মাদ্রাসায় সুবর্ন জয়ন্তী উদযাপন পালন করলো মাদ্রাসা কতৃপক্ষ। যেখানে বহু গুনিজনের সমাগম ঘটে। জানা গেছে ১৯৭৩ সালে ওই মাদ্রাসার প্রতিষ্ঠা করা হয়। যেখানে এলাকার ওই মাদ্রাসায় এলাকার বহু ছাত্র ছাত্রীরা পড়াশোনা করেন। প্রদীপ পোজ্জোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সুচনা করা হয়। অতিথি বরনের পরই গান আদিবাসী নৃত্য সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে দিনটি উদযাপন পালন করা হয়। আগত অতিথিরা মুল্যবান বক্তব্য দিয়ে অনুষ্ঠানের মাধুর্য বৃদ্ধি করেন। উপস্থিতি ছিলেন, অধ্যাপিকা উক্টর মীরাতুন নাহার, গাছ মাস্টার তথা শিক্ষক অরুপ চৌধুরী, ক্রীড়া প্রশিক্ষক তথা বর্ধমান হাই মদ্রাসার প্রাক্তন শিক্ষক সেখ ফিরোজ আহম্মেদ, সাংবাদিক সফিকুল ইসলাম, মাদ্রাসার প্রধান শিক্ষিকা আনজুমনয়ারা খাতুন সহ ছাত্র ছাত্রী ও অভিভাবকরা। এদিনের অনুষ্ঠান মঞ্চে মাদ্রাসার ম্যাগাজিনের পচ্ছদ উন্মোচন করেন গাছ মাস্টার অরুপ চৌধুরী। অধ্যাপিকা ডক্টর মীরাতুন নাহার বলেন, আমরা একটি গনতান্ত্রিক দেশে বসাবস করি। যেখানে জনগনই সব। তবে তার প্রশ্ন সেই দেশে কি এখন জনগন সব ক্ষমতার অধিকারী? তিনি শিক্ষক শিক্ষিকাদের উদ্দ্যেশে প্রশ্ন করে বলেন, আমরা শিক্ষক শিক্ষিকারা কি শিক্ষাদান করি ? আমরা তো বেতন নিয়ে শিক্ষা বিক্রি করি। আমাদের উচিত সকল শিক্ষার্থী কে মানুষ হওয়ার শিক্ষা দেওয়া। তবে আমরা একটি সুন্দর সমাজ পাবো। আমাদের সকাল থেকে রাতে ঘুমাতে যাওয়া প্রযন্ত একটি যুদ্ধ থাকে। জীবনের সেই যুদ্ধে জয়লাভ করতে পারলে আমার সফল হব। শিক্ষকরা মনে করেন আমরা বেশি জানি। এটা ঠিক নয় ভুল। শিক্ষার্থীদের কাছ থেকে শিক্ষকদের অনেক কিছু শেখার বা শিক্ষা নেওয়ার আছে। তাই আমাদের শিক্ষা দিতে গেলে অবশ্যই ছোটবড় সবার কাছে শিক্ষা নিতে হবে।