|
---|
পারিজাত মোল্লা : সম্প্রতি ব্যাঙ্গালোরে অনুষ্ঠিত হল অ্যাডামাস ইউনিভার্সিটির প্রাক্তনীদের ‘পুনর্মিলন উৎসব, ২০২৩’। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাডামাস ইউনিভার্সিটি এবং অ্যাডামাস ইনস্টিটিউট অফ টেকনোলজির সাতান্ন জন প্রাক্তনী। পাশাপাশি অনুষ্ঠানে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর প্রফেসর সমিত রায়, ভাইস চ্যান্সেলর প্রফেসর নবীন দাস, ডিরেক্টর সিডিসি সহ অন্যান্য ব্যক্তিত্ব। অনুষ্ঠানে অংশ নেওয়া প্রাক্তনীরা নিজেদের ছাত্র-পরবর্তী জীবনের বিভিন্ন অভিজ্ঞতা এবং তাঁদের ছাত্রজীবনের বিভিন্ন মুহূর্ত দর্শকদের সামনে তুলে ধরেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে পাওয়া সমস্ত রকম সাহায্য এবং সুযোগ সুবিধারও ভূয়সী প্রশংসা করেন তাঁরা। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং বিভিন্ন বিষয়ে পরামর্শদাতাদের প্রতিও নিজেদের কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এই প্রাক্তনীরা। তাঁরা জানান, তাঁদের জীবনের যাবতীয় উন্নতির পেছনে বিশেষ অবদান রয়েছে অ্যাডামাস ইউনিভার্সিটির, যেখানে শুধু পড়াশোনাই নয়, বরং সামনে থেকে প্রত্যক্ষ করেছেন সমস্ত আনন্দ, সংস্কৃত, সাহিত্য এবং জীবনের পথে এগিয়ে যাওয়ার বিভিন্ন ক্ষেত্রকে।