|
---|
আগামী শুক্র, শনি, রবি ৩দিন বন্ধ থাকবে শিয়ালদা উড়ালপুল
নতুন গতি প্রতিবেদক : ইস্ট-ওয়েস্ট মেট্রোর হাওড়া থেকে বউবাজার পর্যন্ত টানেল তৈরির কাজ সম্পূর্ণ হোয়েছে ইতিমধ্যে। এবার বউবাজার থেকে শিয়ালদা স্টেশন পর্যন্ত সুড়ঙ্গ খোঁড়ার কাজ শুরু। শিয়ালদার বিদ্যাপতি উড়ালপুলের নিচ দিয়ে তৈরি হবে টানেল। তার জেরে আগামী শুক্র, শনি, রবি ৩দিন বন্ধ থাকবে শিয়ালদা উড়ালপুল। আগামী ২ অক্টোবর সকাল ৬টা থেকে ৫ অক্টোবর ভোর পর্যন্ত বন্ধ থাকবে কলকাতার অন্যতম ব্যস্ত এই উড়ালপুল। সূত্রের খবর, ইতিমধ্যেই উড়ালপুল বন্ধ রাখার অনুমতি দিয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ।
সংস্কারের জন্য বন্ধ টালা সেতু। তার জেরে শিয়ালদা উড়ালপুলের গুরুত্ব বেড়েছে। উত্তর থেকে দক্ষিণ কলকাতায় যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগকারী পথ এই উড়ালপুল। সেই উড়ালপুল তিনদিনের জন্য বন্ধ থাকায়, মধ্য ও উত্তর কলকাতায় যানজটের আশঙ্কা। কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে খবর,দক্ষিণমুখী গাড়িগুলিকে মানিকতলা থেকে আমহার্স্ট স্ট্রিট, বিবি গাঙ্গুলি স্ট্রিট হয়ে ধর্মতলার দিকে ঘোরানো হবে।
এপিসি রোড দিয়ে শিয়ালদা স্টেশনগামী গাড়িগুলিকে রাজাবাজার ক্রশিং থেকে
নারকেলডাঙা মেন রোড- ফুলবাগান-বেলেঘাটা হয়ে শিয়ালদা স্টেশন কমপ্লেক্সের দিকে ঘুরিয়ে দেওয়া হবে।
অন্যদিকে, উত্তরমুখী গাড়িগুলিকে মৌলালি থেকে এস এন ব্যানার্জি রোড, ধর্মতলা হয়ে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে।
সেন্ট্রাল অ্যাভিনিউতে গাড়ির চাপ কমাতে কিছু গাড়িকে বেলেঘাটা হয়ে বাইপাসের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, চালক যাতে বিভ্রান্ত না হন, তাই রোড-সাইন দিয়ে দেওয়া হবে।