|
---|
সেখ সামসুদ্দিন, ৯ জানুয়ারিঃ দিদির দূত নিয়ে প্রশিক্ষণ শিবির করা হয় জামালপুরে। আজ জামালপুরের সেলিমাবাদের তরুণ সংঘের মাঠে সেই প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ দেন জামালপুর ১ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা ব্লকের জয় হিন্দ বাহিনীর সভাপতি সাহাবুদ্দিন মন্ডল। এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন বিধায়ক অলোক কুমার মাঝি, ব্লক সভাপতি মেহেমুদ খান, পঞ্চায়েত সমিতির সভাপতি ভূতনাথ মালিক, আইএনটিটিইউসি’র ব্লক সভাপতি তাবারক আলী মন্ডল সহ সমস্ত শাখা সংগঠনের সভাপতি ও অন্যান্য নেতৃত্বগণ। ১১টি অঞ্চলের প্রায় ২৫০০ জন আজ এই প্রশিক্ষণ নেয়। যারা আগামীতে ব্লকের বিভিন্ন বুথে বুথে দিদির দূত হিসাবে মানুষের কাছে পৌঁছে যাবে। আজকের এই অনুষ্ঠান মঞ্চ থেকেই বিধায়ক অলোক কুমার মাঝি ব্লকের ১৩ টি অঞ্চলের অঞ্চল সভাপতিদের নাম ঘোষণা করেন। নব নির্বাচিত অঞ্চল সভাপতিরা বিধায়ককে ও বিধায়ক তাদেরকে সম্বর্ধনা দেন।