|
---|
নিজস্ব সংবাদদাতা : শুধু সংবাদ সংগ্রহ নয় সাংবাদিকরা সামাজিক দৃষ্টান্ত রাখছে। গত ৫ই জানুয়ারি উওর২৪পরগনা র বারাকপুর শিল্পাঞ্চলের সাংবাদিক ক্লাব বারাকপুর জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ৩৩তম বার্ষিক অনুষ্ঠান সম্পন্ন হল,
জাতীয় সঙ্গীত, প্রয়াত সাংবাদিক উদয় বসু ও অলোক ঘোষের স্মৃতি নিরবতা পালন, প্রদীপ প্রজ্জ্বলন,ঢাকের বাদ্য, আদিবাসী মহিলাদের নৃত্য এবং নৃত্য নাট্যের মাধ্যমে অনুষ্ঠানের সুচনা হয়, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাকপুরের সাংসদ অর্জুন সিং, বারাকপুর পুলিশ কমিশনারেট অলোক রাজোরিয়া, মহকুমা শাসক সৌরভ বারিক, সেচ ও জলপথ মন্ত্রী পার্থ ভৌমিক, খাদ্য মন্ত্রী রথীন ঘোষ, বিধানসভার উপ- মুখ্য সচেতক তাপস রায়, পশ্চিমবঙ্গ সরকারের উপ-তথ্য ও সংস্কৃতি বিভাগের আধিকারিক রানা দেবদাস,বারাকপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক সুস্মিতা হাতি, বারাকপুর পৌরসভার পৌর প্রধান উওম দাস সহ অন্যান্য বিশিষ্টজনেরা। মহকুমা এলাকায় সামাজিক কাজের দৃষ্টান্ত স্থাপনকারী ব্যাক্তি ও সঙগঠনকে সম্বর্ধনা স্বরুপ ‘দিশারী’ সন্মান জানান হয় বারাকপুর পুলিশ কমিশনারেট অলোক রাজোরিয়া, জগদ্দল পুলিশ থানার উদ্যোগে নবদিশা স্কুল,বারাকপুর বি এন বোস মহকুমা হাসপাতালের সাফাই কর্মী ‘সমাজ বন্ধু ‘, উওর২৪পরগনা জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের কর্মী সুনীল দাস, বারাকপুরের বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবী সম্রাট তফাদার সহ ১০ জনকে সমাজে দিশা দেখানো ‘দিশারী’ সন্মান তুলে দেওয়া হয়,। এছাড়াও
বরাহনগর থেকে কাঁচরাপাড়া পর্যন্ত প্রায় ৬০টি বিদ্যালয়ের তিন শতাধিক ছাএ ছাত্রীদের ‘হীরের টুকরো’ও তাদের মায়েদের ‘রত্নগর্ভা’ সন্মাননায় পুরস্কৃত করা হয়। এছাড়াও বারাকপুর জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ও ভাটপাড়া প্রেস ক্লাবের উদ্যোগে “কালীপূজো পরিক্রমা – ২০২২” – সমস্ত বিজয়ীদের মধ্যে ঐতিয্যের বিচারে নৈহাটি র ‘বড় মা’ সহ পানপুর বালক বৃন্দ, বরাহনগরের ‘হাওয়া সকাল’, নৈহাটি রেলওয়ে হকার্স ইউনিয়ন, বারাকপুরের মহাবীর সমিতি,নয়া বস্তি,সহ মোট ১৫টি পূজো কমিটিকে বিভিন্ন বিষয়ের উপর ‘দীপ সন্মান’ ট্রফি দেওয়া হয়। এদিন বারাকপুর জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন – নতুন গতি-র সাংবাদিক আয়ুব আলি কে গৌর কিশোর ঘোষ স্মারক, রিপাবলিক বাংলা-র সাংবাদিক তুলিকা সমাদ্দারকে ও টি ভি ৯ বাংলার বিশ্বজিৎ দে কে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্মারক সন্মাননা জ্ঞাপন করা হয়। সমগ্র অনুষ্ঠান সম্পাদক অনন্ত চট্যোপাধ্যয়, সভাপতি বলুন সেনগুপ্ত সহ সাংবাদিক বন্ধুরা ও অন্যান্য বহু বিশিষ্ট জনের উপস্থিতিতে সর্বাঙ্গ সুন্দর হয়ে ওঠে।