সামতাই সংখ্যালঘু নাগরিক সুরক্ষা মঞ্চ এর ডাকে ফ্রান্সের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল এবং বিক্ষোভ সভা

সামতাই সংখ্যালঘু নাগরিক সুরক্ষা মঞ্চ এর ডাকে ফ্রান্সের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল এবং বিক্ষোভ সভা

     

     

    নয়ন খান,আরামবাগঃ গত ১১ই নভেম্বর সংখ্যালঘু নাগরিক সুরক্ষা মঞ্চের ডাকে সম্প্রতি ফ্রান্সের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হযরত মোহাম্মদ (সঃ) এর কার্টুন আকারে ব্যঙ্গচিত্র প্রদর্শন এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এর ইসলাম ধর্ম নিয়ে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে হুগলির আরামবাগ থানার অন্তর্গত সামতাই একটি প্রতিবাদ মিছিল সহ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মিছিলের শুরুতেই সকলকে মাক্স, এবং হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। শারীরিক দূরত্ব বজায় রেখে মিছিলটি শুরু হয়।

     

    মিছিলটি সমতা হাটতলা থেকে শুরু হয়ে ধামসা হয়ে সামতা ব্রিজে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এই প্রতিবাদ বহু বিশিষ্টজন উপস্থিত ছিলেন। প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে উদনা হাই মাদ্রাসার শিক্ষক এহতেশাম মামুন বিশ্বের সেরা মানব হযরত মহম্মদ (সঃ) এর পবিত্র জীবন চরিত আলোচনা করেন , এবং ফ্রান্স জুড়ে হযরত মহাম্মদ (সঃ) কার্টুন চিত্র প্রদর্শনের তীব্র নিন্দা জানান । বিশিষ্ট শিক্ষাবিদ পীরজাদা আবুল কাসেম সাহেব ফ্রান্সের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হযরত মোহাম্মদ (সঃ) এর কার্টুন চিত্র প্রদর্শনের বিরুদ্ধে বাংলার সকল মুসলমানকে সোচ্চার হওয়ার জন্য এবং ফ্রান্সেরের উৎপাদিত সমস্ত পণ্যসামগ্রী বাংলা জুড়ে বয়কটের ডাক দেন ।

    প্রতিবাদ সভায় উপস্থিত তরুণ তুর্কি সাংবাদিক মোঃ আজহার উদ্দিন ফ্রান্সের ঘটনার তীব্র নিন্দা করেন।

    সংখ্যালঘু নাগরিক সুরক্ষা মঞ্চের সভাপতি নূর মোহাম্মদ খান বক্তব্য রাখতে গিয়ে বলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইনামুয়েল ম্যাক্রো যত দিন না প্রকাশ্য ক্ষমা চাইবেন ততদিন বিশ্বজুড়ে ফ্রান্সের বিরুদ্ধে আন্দোলন চলবে। মঞ্চের সম্পাদক কামরুজ্জামান মিদ্দা ফ্রান্স প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর অপসরন দাবী করেন।

     

    সংখ্যালঘু নাগরিক সুরক্ষা মঞ্চ এর সহ-সভাপতি শিক্ষক রেজাউল করিম , সহ-সম্পাদক নুরুল ইসলাম ( মিন্টু ) উপস্থিত ছিলেন । এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী মায়াপুর সিনিয়র মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা ইসহাক সাহেব , মদিনাতুল উলুম সমতা মাদ্রাসার অফিস সচিব শেখ মিরাজুল হক , এবং শীতলপুর ৮ পটির ইমামুল ইদাইন মাওলানা মতিউর রহমান , ছাড়াও শিক্ষক মোঃ খলিলুর রহমান , মোঃ জহির উদ্দিন , রাজিব, শাহাদত খান , রওশন জামাল , কামরুজ , শিক্ষক সায়েম আলি , ব্যবসায়ী আলতাপ ভাই , ইমরান , ওহিদুল , সাখাওয়াত , আশরাফুল , ওসমান , রিয়াজুল, রাজা , ইকবাল , বাপন, সাদ্দাম এছাড়াও এলাকার বিশিষ্ট জনেরা ।

    এই মিছিলকে কেন্দ্র করে এলাকার যুবকদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা গেছে। অনুষ্ঠানের শেষের দিকে বিক্ষোভ প্রদর্শন করে ফ্রান্সের প্রেসিডেন্ট ইনামুয়েল ম্যাক্রোর কুশপুতুল পোড়ানো হয় শেষের‌ বিশ্ববাসীর মঙ্গল কামনায় দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।