|
---|
নিজস্ব সংবাদদাতা :লাগাতার বর্ষণের কারণে কোচবিহারের পরিস্থিতি ক্রমশ উদ্যোগ উদ্বেগজনক হচ্ছে।লাগাতার বৃষ্টিপাতের কারণে কোচবিহারের বিভিন্ন এলাকায় জলমগ্ন হয়ে পড়েছে। ইতিমধ্যেই রায়ডাক নদীতে হলুদ সর্তকতা জারি করা হয়েছে। তোরসা নদীর জল ক্রমাগত বেড়ে চলেছে, ভুটানে বৃষ্টিপাত ও জল ছাড়ার কারণে তোরসা নদীর জল বাড়ছে। তোরসা নদীতে ও হলুদ সর্তকতা জারি করা হয়েছে।
কোচবিহার শহরের সংলগ্ন এলাকায় বিভিন্ন বাড়ি গুলিতে জল প্রবেশ করেছে। পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে সেচ দপ্তর।