বেকারত্বের অবস্থা থেকে মুক্তির আশায় এবার টেনশন দেবতার পুজো করলেন একদল যুবক

নিজস্ব সংবাদদাতা : ভাল পরীক্ষা দিয়েও মিলছে না চাকরি, রাজ্যে নেই তেমন কোনও কর্মসংস্থানের সুযোগও । বেকারত্বের জ্বালায় অতিষ্ঠ হয়ে উঠেছেন অনেকেই । এই অবস্থা থেকে মুক্তির আশায় এবার টেনশন দেবতার পুজো করলেন একদল যুবক । পুরোহিত ডেকে রাস্তার ধারে টেনশন দেবতার কাছে কর্মসংস্থানের প্রার্থনা করলেন তাঁরা । রীতিমতো মন্ত্র পড়ে পুজো সারলেন পুরোহিতও । এই পূজো নিয়ে রীতিমতো আগ্রহী স্থানীয় যুবকেরা।তারা জানিয়েছেন তাদের এতে ভালো হবেই।কে করবে ভালো? তারা জানালেন দেবতার পূজো করলে আমাদের ভালো হবেই।আমাদের হাতে টাকা নেই,চাকরি নেই টেনশনে দিন কাটে আমাদের।বাড়িতে কথা শুনতে হয় আমাদের।রাতের বেলাতেও আমাদের শান্তি নেই।তাই আমাদের এই চিন্তা করেই টেনশন দেবতার পূজো।এবারে পূজো করলে আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে বলে বিশ্বাস করি আমরা।অন্যান্য পূজোতে যেমন আনন্দ থাকে,খাওয়া দাওয়া থাকে এখানে সেসব নেই,শুধুমাত্র আছে কাতর প্রার্থনা,যাতে আমাদের টেনশন চলে যায়।পড়াশোনা করেও চাকরি জোটে নি আমাদের,তাই আমরা টেনশন দেবতার পূজো করলাম,যাতে আমাদের মনোষ্কামনা পূর্ন হয়।টেনশন দেবতার পূজোতে উপস্থিত ছিলেন বহু সাধারন মানুষও।গ্রামের মানুষদের একটাই বক্তব্য,ছেলেদের চাকরি নেই,টাকা নেই যে ব্যাবসা করে খাবে,সেকারনেই ওদের টেনশন দেবতার আরাধনা।এতে যদি ওদের ভালো কিছু হয় তো হোক,জানিয়ে দিলেন তারা।তবে যাই হোক না কেন এই টেনশন দেবতার পূজো নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহার থেকে জলপাইগুড়ি শহর পযর্ন্ত।যা মানুষ বিশ্বাস না করলেও মেনে নিয়েছেন।