|
---|
নিজস্ব সংবাদদাতা : আজ উত্তরকন্যাতে সাংবাদিক নিগ্রহের প্রতিবাদে সাংবাদিকদের প্রতিবাদ।গত ১৫ তারিখে রায়গঞ্জের সাংবাদিকদের মারধর করার অভিযোগে এক যুবককে পুলিশ গ্রেপ্তার করলেও , পুলিশের একাংশের প্রচেষ্টায় ধৃত যুবক সহজেই গতকাল জামিন পেয়ে যায় ।
সাংবাদিকদের এহেন অত্যাচার করার পরেও পুলিশের এই ভূমিকার বিরুদ্ধে উত্তরবঙ্গের সকল সাংবাদিকরা এক হয়ে প্রতিবাদে আজ শিলিগুড়ি উত্তরকন্যায় মুখ্যমন্ত্রীর দপ্তরে বেলা ১২.৩০ মিনিটে গিয়ে এক প্রতিবাদলিপি দেয় । ১২.৩০ থেকে ১.৩০ পর্যন্ত প্রতীকী পেন ডাউন করা হবে এর প্রতিবাদে । কনফেডারেশন অফ নর্থ বেঙ্গল অ্যান্ড সিকিম জার্নালিস্টস এর পক্ষ থেকে সকলের কাছ থেকে সহযোগিতার আবেদন করা হয়েছে ।সাংবাদিকেরা আক্রান্ত হলে সমাজের নিরাপত্তা বলতে আর কিছুই থাকবেনা ঠিক এমনটাই দাবী সাংবাদিকদের।তাদের দাবী তাদের প্রতি যেন সুবিচার করা হয়।