জেলার সীমান্তবর্তী অঞ্চল রাজনগরে পালিত হল পবিত্র শবেবরাত

    খান আরশাদ, রাজনগর :শনিবার রাত্রে জেলার সীমান্তবর্তী অঞ্চল রাজনগরে পালিত হল পবিত্র শবেবরাত। আরবি হিজরী সনের শাবান মাসের ১৫ তারিখ মুসলিম সম্প্রদায়ের মানুষ এই শবেবরাত পর্ব পালন করে থাকেন। মুসলিম সমাজের শিয়া ও সুন্নি উভয় সম্প্রদায়ের মানুষ এই শবেবরাত পালন করে থাকেন। ফার্সী শব্দ ‘শব’ অর্থ রাত্রি এবং আরবী শব্দ ‘বরাত’ অর্থ ভাগ্য। অর্থাৎ ভাগ্য পরিবর্তনের রাত্রি বা ‘মুক্তির রজনী’ এই শবেবরাত। এই রাত্রিতে উপাসনা করলে ঈশ্বরের কাছে মানুষের সারা বছরের ভাগ্য নির্ধারিত হয় বলে মুসলিমদের বিশ্বাস। এই উদ্দেশ্যে এদিন রাত্রে মুসলিম সম্প্রদায়ের মানুষ নামাজ ও কোরান পাঠ করে থাকেন। শিয়া সম্প্রদায়ের মানুষও এই দিনটি ইমাম মেহেদীর জন্মদিন হিসেবে পালন করে থাকেন এবং বাড়ী-ঘর আলোক সজ্জিত করে তোলেন। শনিবার জেলার প্রান্তিক অঞ্চল রাজনগরেও পালিত হল শবেবরাত। এলাকার মুসলিম সম্প্রদায়ের মানুষ এদিন নামাজ, মিলাদ ও কোরান পাঠ করে দিনটি পালন করেন। তৈরি করা হয় হালুয়া, রুটি সহ বিভিন্ন ধরনের মিষ্টিজাত খাবার। বাড়ী ঘর ও কবরস্থানগুলোকেও আলোক সজ্জিত করে তোলা হয়। বাড়ির কচিকাঁচারা মেতে ওঠে বিভিন্ন ধরনের বাজী পোড়ানোতে।