|
---|
শরিফুল ইসলাম, শান্তিপুর :শান্তিপুরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় l
আগামী উনত্রিশ এপ্রিল জেলার দুটি কেন্দ্রে ভোট গ্রহণ l আজ রবিবার, শান্তিপুর থানার মাঠে বেলা তিনটে নাগাদ এসে পৌঁছবেন মুখ্যমন্ত্রী l
গতকালই গভীর রাতে শান্তিপুর থানার মাঠের পরিস্থিতি সরোজমিনে খতিয়ে দেখেন তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সম্পাদক, শান্তিপুরের বিধায়ক অরিন্দম ভট্টাচার্যl
প্রশাসন ও দলীয় সূত্রে জানা গেছে, বেলা তিনটে নাগাদ শান্তিপুর থানার মাঠে এসে পৌঁছবেন মমতা l তাঁর আগে দুপুর দুটোয় হবিবপুর ছাতিমতলার মাঠে রানাঘাট কেন্দ্রের দলীয় প্রার্থী রূপালী বিশ্বাসের সমর্থনে সভা করবেন তিনি l
শান্তিপুরে মূলত হবে প্রার্থী রূপালী বিশ্বাস কে জয়ী করার আবেদন রেখে পদযাত্রা l
থানার মাঠ থেকে তৃণমূলের প্রার্থী, কর্মী-নেতৃত্ব ও সমর্থকদের একটি মিছিল মমতা বন্দ্যোপাধ্যায় কে সামনে রেখে জাতীয় সড়ক ধরে শান্তিপুর শহর পরিক্রমন করবে l জানালেন শান্তিপুরের বিধায়ক অরিন্দম ভট্টাচার্য l
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগমন কে কেন্দ্র করে শাসক দল এবং জেলা প্রশাসনের মধ্যে তৎপরপরতা তুঙ্গে l সেই সঙ্গে বহুদিন পর শান্তিপুরের মাটিতে তাঁকে চাক্ষুস করার উৎসাহ নিয়ে অপেক্ষায় সাধারণ শান্তিপুরবাসি l
ভোটের মুখে তৃণমূল নেত্রী শান্তিপুরে আসার পর কি বার্তা দেন সেটা দেখার জন্যও প্রবল অগ্রহী বিরোধী দলগুলিl
দীর্ঘ দিন পর নিজেদের শহরে দিদিমনির সঙ্গে হাঁটার আনন্দ ভাগ করে নেওয়ার জন্য তৃণমূলের সাধারণ কর্মীদের মধ্যে উচ্ছাস দেখা যাচ্ছে প্রবল l