|
---|
মহঃ সফিউল আলম, বীরভূম: বীরভূমের চন্দ্রপুর থানার অন্তর্গত মুক্তিপুর গ্রামের বাসিন্দা এক যুবকের পথ দুর্ঘটনায় মৃত্যু ঘটলে এলাকায় নেমে আসে শোকের ছায়া৷ মৃত ওই যুবকের নাম গোপাল বাগদী( ২২)৷ স্থানীয়দের সূত্রে জানা যায়, গতকাল রাতে সে তাঁতিপাড়া থেকে মুক্তিপুর গ্রামে ফিরছিল৷ হঠাৎ মুক্তিপুর দিক থেকে দ্রুত গতিতে আসা একটি ট্রাক তাকে ধাক্কা মারে৷ ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে৷ দেহটি ময়না তদন্তে পাঠায় পুলিশ ৷ ট্রাকটি পুলিশ আটক করলেও চালক পলাতক৷ এ বিষয়ে তদন্তে নেমেছে সংশ্লিষ্ট থানার পুলিশ৷ যুবকটির মৃত্যুতে গ্রাম ও সংলগ্ন পাড়ার মানুষজন মর্মাহত৷ তাঁতিপাড়ার বাসিন্দা সমাজসেবী যুবক সোমনাথ দে সহ অন্যান্যরা বলেন, ‘ সত্যিই আমরা এই অপ্রত্যাশিত ঘটনায় খুবই দুঃখিত ও মর্মাহত৷ তার আত্মার শান্তি কামনা করি৷’