|
---|
শুভদীপ পতি; হলদিয়া: দুরন্ত গতিতে ছুটে চলেছে দীঘা কুকড়াহাটী (WB31 6755) বাস এবং ছাদে ভর্তি ছোট ছোট বালক। এমন অবস্থায় কুকড়াহাটী গামী বাসটিকে দেখা গেল চৈতন্যপুরের বুকে। বাসের ছাদে থাকা ওইসব ছোট ছোট বালকদের বয়স খুব বেশি হলে ১৩ থেকে ১৪ বছরের মধ্যেই হবে।
এরপর ছুটে চলা ওই বাসটিকে যথারীতি দেখা গেল কুকড়াহাটী বাস টার্মিনাসে। সেখানে আরও দেখা গেল বাসের গায়ে লোহার সিঁড়ি লাগিয়ে একে একে নেমে আসছে ছাদে ভ্রমণ করা ওই সব বালকরা। কেন বাসের ছাদে তোলা হল ওইসব বালকদের? এখন প্রতিটি স্টপেজে পুলিশ বা সিভিক ভলান্টিয়ারকে লক্ষ্য করা গেলেও, কেন তৎপর নয় প্রশাসন?
শুধু বাস নয়, একদিকে যেমন চৈতন্যপুর থেকে দুর্গাচক পর্যন্ত চলা ম্যাজিক গাড়িতেও যাত্রীদের ঝুলে যাওয়ার মত ঘটনা ঘটে চলেছে। তেমনি অপর দিকে চৈতন্যপুর থেকে হলদিয়া কোর্ট এবং চৈতন্যপুর থেকে গেঁওখালী গামী অটো বা ট্রেকারেও যাত্রী ঝুলে যাওয়ার মত ঘটনা ঘটছে। বার বার প্রশ্ন উঠছে, পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে চলতে থাকা এইসব যানবাহনের যাত্রী বহনে কেন পুলিশি পদক্ষেপ নেওয়া হচ্ছে না? তাহলে শুধুমাত্র দু-চাকার মোটর বাইকেই কি পুলিশের লক্ষ্য?