মাসুদ আজহারের পাশে চিন, তাহলে কি মোদী চীনকে লাল চোখ দেখাতে ব্যর্থ

নতুন গতি নিউজ ডেস্ক: জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মোহাম্মদের শীর্ষ নেতা মাসুদ আজহারকে ‘বৈশ্বিক সন্ত্রাসী’ ঘোষণার একটি প্রস্তাব আবারও আটকে দিয়েছে চীন। এ ঘটনায় ভারত হতাশা প্রকাশ করেছে। গত ১৪ ফেব্রম্নয়ারিতে কাশ্মিরের পুলওয়ামায় এই জঙ্গিগোষ্ঠীটির এক আত্মঘাতী বোমা হামলায় ভারতীয় আধাসামরিক বাহিনীর ৪৯ জওয়ান নিহত হয়েছিল। ওই হামলা দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর দুই দেশ ভারত ও পাকিস্তানকে যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। সংবাদসূত্র : বিবিসি, আল-জাজিরা, এনডিটিভি, এবিপি নিউজ

    মাসুদ আজহারকে ‘সন্ত্রাসী’ ঘোষণার প্রস্তাব বুধবার নিরাপত্তা পরিষদে উত্থাপিত হয়েছিল। প্রস্তাবে মাসুদ আজহারের সম্পদ জব্দ, তার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা এবং অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের প্রসঙ্গও রাখা হয়। কিন্তু প্রস্তাব পরীক্ষায় আরও সময় দেয়ার অনুরোধ জানায় চীন। সে পর্যন্ত প্রস্তাবটি স্থগিত রাখার অনুরোধও জানায় তারা। বেইজিংয়ের অনুরোধে স্থগিত হয়ে যাওয়া প্রস্তাবটি ৯ মাস পর্যন্ত মুলতবি রাখা হতে পারে।

    পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্র চীন এ নিয়ে চতুর্থবার নিরাপত্তা পরিষদে জইশের মাসুদ আজহারকে ‘সন্ত্রাসী’ ঘোষণার প্রস্তাব আটকাল। চীন জানিয়েছে, তারা প্রস্তাবটি নিয়ে ‘দায়িত্বশীল মনোভাব’ দেখানোর চেষ্টা করেছে। দেশটি বলেছে, ‘সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টির সুরাহা করতে চাই আমরা।’

    বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকের আগে মাসুদ আজহারকে ‘বৈশ্বিক সন্ত্রাসী’ ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। চীন অবশ্য ভোটাভুটির আগের দিনই এ বিষয়ে তাদের ভূমিকা কী হবে তার আভাস দিয়েছিল। মঙ্গলবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু কেন বলেন, ‘আগের মতো এবারও দায়িত্বশীলতার পরিচয় দেবে বেইজিং। আমরা সব মত ও গোষ্ঠীকে মূল্যায়ন করতে চাই। সবার সঙ্গে আলোচনার মাধ্যমেই বিষয়টির সমাধান করতে আগ্রহী চীন।’

    এদিকে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে প্রস্তাবটি নাকচ হয়ে যাওয়ায় হতাশা প্রকাশ করা হয়েছে। ভারতের সরকার প্রস্তাবটি উত্থাপন ও সমর্থন জানানো দেশ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া ও ফ্রান্সকে ধন্যবাদ জানিয়েছে। এক বিবৃতিতে বিবৃতিতে বলা হয়, জম্মু-কাশ্মিরে হামলার ঘটনায় মাসুদের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে ব্যবস্থা নেয়ার পথ বন্ধ হয়ে গেল। এ ঘটনায় ভারত হতাশ। তারা বলেছে, ‘আমাদের নাগরিকদের ওপর ঘৃণ্য আক্রমণে জড়িত সন্ত্রাসী নেতাদের বিচারের মুখোমুখি করতে সম্ভাব্য সকল পথে চেষ্টা অব্যাহত রাখা হবে।’