দিল্লি নির্বাচন কমিশনের নির্দেশে সরিয়ে দেওয়া হল মালদার পুলিশ সুপার অর্ণব ঘোষকে

    সংবাদদাতা, মালদা: দিল্লি নির্বাচন কমিশনের নির্দেশে সরিয়ে দেওয়া হল মালদার পুলিশ সুপার অর্ণব ঘোষকে। অপসারণ করল নির্বাচন কমিশন৷ দিল্লির নির্বাচন সদন থেকে তাঁকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়৷ জানা যায় গত পরশু তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আগাম অনুমতি ছাড়ায় মালদা শহরে পদযাত্রা করতে দেওয়া হয় বলে অর্ণব ঘোষের উপর নজর পড়ে নির্বাচন কমিশনের৷ তার আগেই বিরোধী দলগুলি প্রশ্ন তুলেছিল পুলিশ সুপার অর্নব ঘোষকে অপসারণের দাবি জানিয়েছিল৷ তার পরিবর্তে বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে মালদার বিভিন্ন এলাকা ঘুরে রিপোর্ট পাঠান, এই জেলায় অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করতে গেলে অর্ণব ঘোষকে এখনই অপসারিত করতে হবে৷ এরপরেই অর্ণব ঘোষকে মালদা জেলার পুলিশ সুপার পদ থেকে সরিয়ে দেওয়া হয়৷ তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে বারুইপুরের বিশেষ পুলিশ সুপার অজয় প্রসাদকে৷