নির্বাচনী প্রচারে ঝড় তুলল প : ব : তৃণমূল মাদ্রাসা শিক্ষক সমিতি

    মালদা : উত্তর ও দক্ষিণ মালদায় নির্বাচনী প্রচারে ঝড় তুলল প : ব : তৃণমূল মাদ্রাসা শিক্ষক সমিতি। সংগঠনের তরফ থেকে গোটা মালদা জেলা জুড়ে মোয়াজ্জেম হোসেন ও মৌসম বেনজির নুরের সমর্থনে বিভিন্ন এলাকায় প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন।সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ফিরহাদ হাকিমের নির্দেশে ও রাজ্য সভাপতি এ কে এম ফারহাদ পরামর্শে মালদার বাড়ী বাড়ী প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন সংগঠনের সদস্যরা।চৌকি মিরদাদপুর, ধরমপুর, গোপালপুর, এনায়েত পুর, অঞ্চলে প্রচার করেন তারা।উপস্থিত ছিলেন মহ : আবুতালেব, কামরুল আহাসান,রৌসান জামাল, আদিল হোসেন, জাহাঙ্গীর আলম, ওয়াসিম বারি,মতউর রহমান,ম : রইসুদ্দিন সাহেব প্রমুখ।এ বিষয়ে সংগঠনের অন্যতম কর্মকর্তা মহ : আবু তালেব সাহেব জানান,আমাদের সংগঠন গোটা রাজ্য জূড়ে রাজ্য সভাপতি ফারহাদ সাহেবের নেতৃত্বে তৃণমূল প্রার্থীদেরদের জেতানোর লক্ষে ঝাঁপিয়ে পড়েছেন।আমাদের এই প্রচার কর্মে প্রার্থী মোয়াজ্জেম হোসেন সাহেব অত্যন্ত খুশী এবং উনার পাশে দাঁড়ানোর জন্য অভিনন্দন ও শুভেচ্ছা জানান।পাশাপাশি উত্তর মালদার প্রার্থী মৌসম নূরের সমর্থনেও উত্তর মালদার বিভিন্ন এলাকায় সংগঠনের পক্ষ থেকে প্রচার করা হয়। মাদ্রাসা শিক্ষক সংগঠনের কর্মকর্তারা কখনো বাড়ি বাড়ি,কখনো বুথ মিটিং করে নির্বাচনী প্রচার করছেন।