|
---|
আর,এ,মণ্ডল,ইন্দাস(বাঁকুড়া) : আজ ২৮ সেপ্টেম্বর ইন্দাস থানা প্রাঙ্গণে সবার জন্য বিশুদ্ধ পানীয় জলের একটি “নীরাধার”(জলের ট্যাঙ্ক) আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করলেন জেলার এস পি কোটেশ্বর রাও,সহযোগিতায় ছিলেন ইন্দাস বিডিও মানসী ভদ্র।অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ছিলেন আই পি এস বিশপ সরকার,এস ডি পি ও(বিষ্ণুপুর) আজয় কুমার সিংহ,সি আই সোনামুখী তুলসী দাস ভট্টাচার্য এবং কোতুলপুর থানার ওসি রাজীব কুমার পাল,সোনামুখী থানার ওসি আব্দুস সামাদ ও বিষ্ণুপুর মহকুমার অন্তর্গত অন্যান্য থানার ওসিগণ।ঐ দিনের অনুষ্ঠান মঞ্চে থানার পূজা কমিটির সম্পাদক বিদ্যুত কুমার বেরা উদ্বোধনী ভাষণ দেন।বিশিষ্ট জনেরা পূজা উপলক্ষে শান্তি শৃঙ্খলার সঙ্গে সৌহার্দ সম্প্রীতির বজায় রাখার আহ্বান জানিয়েছেন।সকলের জন্য এই বিশুদ্ধ পানীয় জলের নীরাধার বলে উল্লেখ করেন।সমগ্র অনুষ্ঠানটির ব্যবস্থাপনায় ছিলেন ইন্দাস থানার ওসি বিদ্যুৎ পাল।সঞ্চালক ছিলেন অমল মুখার্জি।