|
---|
বিধান ধুয়া, বাঁকুড়া: বড়জোড়া ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্শীবাদধন্য তৃণমূল কংগ্রেস বিষ্ণুপুর লোকসভার কেন্দ্রের প্রার্থী অধ্যাপক শ্যামল সাঁতরা মহাশয়ের সমর্থনে বৃন্দাবনপুর অঞ্চল ও ছান্দারে প্রতিটি গ্রাম, পাড়া ও অলিগলিতে প্রচার করে ভোটারদের মধ্যে তাঁর সম্পর্কে একটা উন্মাদনা তৈরি হয়েছে। এজন্য প্রার্থীকে এবার বেশি সময় দিতে হচ্ছে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের প্রতিটি অঞ্চল ও বুথকে। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা কেন্দ্রে সব জায়গাতে পুরো প্রচারে আলো তৃণমূল প্রার্থীকে ঘিরে। সেখানে বিরোধী দলের কেউ ধারেকাছে নেই।
বড়জোড়া ব্লক তৃনমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি মাননীয় কালিদাস মুখোপাধ্যায় মহাশয় জানান অামারা বড়জোড়া ব্লকের প্রতিটি বুথে অামরা পাড়া বৈঠকের মাধ্যমে প্রচার চালাছি অামাদের লক্ষ্যে সর্বোপরি দিদির হাতকে শক্ত করতে “বিয়াল্লিশে বিয়াল্লিশ” লক্ষ্যে এগিয়ে যেতে হবে। অাজ বৃন্দাবনপুর অঞ্চল ও ছান্দারে অঞ্চলের নেতৃত্বে বৃন্দাবনপুর থেকে প্রার্থী অধ্যাপক শ্যামল সাঁতরাকে নিয়ে মিছিল বের হয়। এরপর গ্রামে কখনও পায়ে কখনও হুড খোলা জিপে করে রোদে প্রচার সারলেন প্রার্থী। কোথাও কোথাও বাড়িতে ঢুকে ভোটারদের সঙ্গে আলাপ করে ভোট প্রার্থণা করলেন। কোথাও দাঁড়িয়ে মমতার সুরে উন্নয়ন নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখলেন। তাতে সব জায়গাতে উন্মাদনার একটা পরিবেশও তৈরি হয়ে যায়। প্রার্থীকে একেবারে সরাসরি সামনে দেখার জন্য মহিলা, কিশোর, কিশোরী থেকে বৃদ্ধ-বৃদ্ধা সকলে ঘর ছেড়ে চলে এসেছিলেন রাস্তায়।এ মিছিল পা মেলাচ্ছেন হাজার হাজার কর্মী সমর্থক সারাদিন প্রচারের সঙ্গে ছিলেন
বড়জোড়া ব্লক তৃনমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি #মাননীয় কালিদাস মুখোপাধ্যায় মহাশয় ও জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মাননীয়_সুখেন_বিদ মহাশয় সহ নারী ও শিশু কল্যাণ কর্মধাক্ষা #মাননীয়া_অর্চিতা_বিদ মহাশয়া সহ বড়জোড়া পঞ্চায়েত সমিতির সভাপতি ও বড়জোড়া ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি সহ বাঁকুড়া জেলা TCCF সোশাল মিডিয়া গ্রুপের কর্মী, এই বুথের নেতৃত্বগণ ও সকল কর্মী বৃন্দ।