|
---|
সংবাদদাতাঃ ২১শে জানুয়ারি পানোয়া সেভ ট্রি সেভ ওয়ার্ল্ডের সবুজ সৌনিকের দল বর্ধমান কে প্লাস্টিক মুক্ত করতে জেলার একটি জনপ্রিয় মেলা করলো, তাদের শ্লোগান ছিল “আমাদের আহবান, প্লাস্টিক মুক্ত বর্ধমান। এই লক্ষ্য নিয়ে এই বিশাল মেলাকে প্লাস্টিক মুক্ত মেলা এবং থার্মোকল মুক্ত মেলা গড়ে তোলে। মেলাটি পৌষালী বলে বিখ্যাত বর্ধমানে। মেলা টি চলবে সাতদিন।ওইদিন উপস্থিত ছিলেন সেভ ট্রি সেভ ওয়ার্ল্ডের সর্ব ভারতীয় সভাপতি আবু আজাদ, সহ সভাপতি রেশমা খাতুন, এবং সবুজ সৌনিকের দল।উপস্থিত ছিলেন মাননীয় টলিউড অভিনেতা চিরঞ্জীত চক্রবর্তী,অভিনেত্রী কৌশনি মাননীয় মন্ত্রী শশী পাঁজা, সপন দেবনাথ,বিধায়ক সুভাষ মন্ডল প্রমুখ। এছাড়া সবুজায়নের লক্ষে ১০০টি গাছের চারা বিলি করা হয় জনসাধারণের মধ্যে। এলাকার মানুষ এই পদক্ষেপে খুবই খুশি। আগামী প্রজন্মকে দূষণ মুক্ত পৃথিবী গড়ার লক্ষে বর্ধমান একটু এগিয়ে থাকলো সেভ ট্রি সেভ ওয়ার্ল্ডের হাত ধরে।