|
---|
বিশ্বদীপ নন্দী,বালুরঘাট-
তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠন গুলি সারা বছর বিভিন্ন সমাজসেবা মুলক কাজের মাধ্যমে মানুষের পাসে থাকার চেষ্টা করে। সেই ধারা কে অব্যাহত রেখে তৃণমূল কংগ্রেস শ্রমিক সংগঠন আইএনটিটিউসির রাজ্য সভাপতি হিসেবে শ্রীমতী দোলা সেন মহাশয়ার উৎসাহে বালুরঘাট শহর আইএনটিটিউসির শাখা সংগঠন দি ওয়েস্ট বেঙ্গল রোড ট্রান্সপোর্ট শ্রমিক কর্মচারী ইউনিয়ন বালুরঘাট বাস স্ট্যান্ড এলাকায় রক্ত দান শিবির ও বস্ত্রদান শিবিরের আয়োজন করল। এই অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি শ্রী বিপ্লব মিত্র, তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি উত্তম ঘোষ সহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে প্রায় ৬০ জন রক্তদাতা রক্ত দান করেন ও ৫০০ পুরুষ ও মহিলাকে বস্ত্র দান করা হয়। যখন বিরোধী দল গুলির শ্রমিক সংগঠন গুলি বিভিন্ন উপায়ে রাজ্যের কর্মসংস্কৃতি কে ধংসের চেষ্টা করছে ঠিক তখনই তৃণমূল কংগ্রেস শ্রমিক সংগঠনের রাজ্যের উন্নয়নের সাথে তাল রেখে গরীব মানুষের পাসে দাঁড়ানোর এই উদ্যোগ কে সাধু বাদ জানিয়েছে শহরের সাধারণ মানুষ।এই বিষয়ে উদ্যোক্তাদের পক্ষ থেকে চন্দন চৌহান বলেন আমাদের আইএনটিটিইউসির রাজ্য সভাপতি দোলা সেনের নির্দেশে রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় আইএনটিটিইউসির পক্ষ থেকে সমাজ মুলক কাজ করা হচ্ছে। সেই মত আমরাও এখানে এই অনুষ্ঠান করলাম।