|
---|
আর. এ. মন্ডল : পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়ত উলামা হিন্দের সভাপতি মাওলানা সিদ্দীকুল্লাহ চৌধুরী ও সম্পাদক মুফতি আব্দুস সালাম এর অনুপ্রেরণায় বুধবার ২৩ জুন আরও একবার উত্তর ২৪ পরগনা জেলার সন্দেশখালি থানার ধামাখালি সহ বেশকিছু এলাকায় ইয়াসে ক্ষতিগ্রস্ত প্রায় ৩০০ পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়।
উত্তর ২৪ পরগনা জেলা জমিয়তের সম্পাদক মাওলানা কাজী আরিফ রেজা জানান যে, আটঘরা শাখা জমিয়তের পদাধিকার ও জেলা জমিয়তের কোষাধ্যক্ষ মাওলানা বজলুর রহমান ঐকান্তিকভাবে এই ত্রাণ বিতরণের কাজে উদ্যোগী হন।
এই ইয়াসে প্লাবিত এলাকার ক্ষতিগ্রস্ত প্রায় ৬০ জন আলেম-হাফেজ, ইমাম ও মুয়াজ্জিনদেরকেও ত্রাণের প্যাকেজ সহ প্রত্যেকের হাতে কিছু নগদ অর্থ দেয়া হয়।
সম্পাদক সাহেব জানান যে, এই পর্যন্ত উত্তর ২৪ পরগনা জেলা জমিয়ত উলামা হিন্দের তত্ত্বাবধানে ১৮ টি শাখা জমিয়াতের সহযোগীতায় প্রায় ২৫ লক্ষ টাকার ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। আগামী দিনেও এই ত্রাণ পৌঁছানোর কাজ অব্যাহত থাকবে।
উপস্থিত ছিলেন জমিয়ত কর্মী মাওলানা আকবর আলী, মাওলানা মাহমূদ, মাওলানা মুসা, মাওলানা আল -আমিন , মাওলানা আমিরুল ,কাজি তাসাদ্দুক হোসেন এবং জেলা জমিয়তের কোষাধ্যক্ষ মাওলানা বজলুর রহমান প্রমূখ ।
পরিশেষে উত্তর ২৪ পরগনা জেলার ব্যবস্থাপক ও সম্পাদক মাওলানা কাজী আরিফ রেজা সহ সকলেই আল্লাহর কাছে দোওয়া করেন জমিয়ত উলামায়ে হিন্দ যেন সর্ব সময় সাধারণ মানুষের পাশে থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারে।