উলুবেড়িয়া বানিতবলা কাঠিলার,আশা ভবন সেন্টার ব্যবস্থাপনায় দুয়ারে ভ্যাকসিন অনুষ্ঠিত হয়

বাবু হক : হাওড়া গ্রামীণ জেলার জয়পুর থানার আমতা দুই নম্বর ব্লকের ঝিখিরায়, আজকে বুধবার ২৩জুন, উলুবেড়িয়া বানিতবলা কাঠিলার,আশা ভবন সেন্টারের ব্যবস্হাপনায়, এলাকার বিশেষ চাহিদা সম্পন্ন জন দের নভেল করোনার দ্বিতীয় ঢেউ চলাকালিন দুয়ারে ভ্যাকসিন অনুষ্ঠিত হয়। আমতা দুই নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি তথা আমতা বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুকান্ত পালের প্রচেষ্টা ও উপস্থিতিতে আজকে দুয়ারে ভ্যাকসিন অনুষ্ঠিত হয়েছে এছাড়াও উপস্থিত ছিলেন পর্যায়ক্রমে বিভিন্ন স্তরের বিশিষ্ট জনেরা বলে জানা গেছে। আশা ভবন সেন্টারের ডিরেক্টর জন মেরী বাড়ুই বলেন এলাকার বিভিন্ন অবস্থার বিশেষ চাহিদা সম্পন্ন জন দের নভেল করোনা প্রতিরোধে করণীয় সম্পর্কে ধারণা দেওয়া হয় এছাড়াও ভ্যাকসিন দেওয়া হয় এদিন। এলাকার বিভিন্ন স্তরের মানুষ জন বিশেষ চাহিদা সম্পন্ন জন দের প্রতি সহানুভূতিশীল ছিলেন। এরূপ দুয়ারে ভ্যাকসিন অনুষ্ঠান পরবর্তী আমতা দুই নম্বর ব্লকের আরো তেরোটি গ্রাম পঞ্চায়েত ও বিধানসভা কেন্দ্রের আরো চারটি গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘুরে ঘুরে করলে এলাকার বিভিন্ন অবস্থার বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ জনদের আরো সহায়ক হবে বলে জানান সমাজকর্মী ও অভিনয় জগতের সাথে যুক্ত সেখ মেহবুব হোসেন আমাদের প্রতিনিধির মাধ্যমে রাজ্য সরকারের আধিকারিক দের দৃষ্টি আকর্ষণ করেন। স্হানীয় প্রধান বিশ্বজিৎ পণ্ডিত বলেন এলাকার বাসিন্দা বিশেষ চাহিদা সম্পন্ন জন দের নভেল করোনার হাত থেকে রক্ষা করতে অভিনব কর্মসূচির সকল ব্যাবস্হাপক ও উদ্যোগতাদের অভিনন্দন জানান।