সারদা সেবা মন্দিরের আয়োজনে মা অর্চনা মেলা

সেখ সামসুদ্দিন, ১ মার্চ : শ্রী সারদা সেবা মন্দিরের আয়োজনে মা অর্চনা মেলা ২০২৪ উপলক্ষ্যে কৃষি সম্মেলন, মা অর্চনা এফ পি সি ও শ্রী রামকৃষ্ণ সত্যানন্দ বিদ্যাপীঠের বাৎসরিক অনুষ্ঠান করা হয়। বেলা ১ টায় প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে মেলার উদ্বোধন করেন স্বামী অরুনানন্দ মহারাজ, স্বামী নিষ্কানানন্দ মহারাজ ও ভারত সরকারের আই সি এ আর এবং ক্রাইজাফ ব্যারাকপুরের নির্দেশক গৌরাঙ্গ কর। উপস্থিত ছিলেন বুদবুদ কৃষি বিজ্ঞান কেন্দ্রের সিনিয়র বিজ্ঞানী ও প্রধান ডঃ এস কে মহঃ আজিজুর রহমান, বিজ্ঞানী ডঃ দিপঙ্কর ঘড়াইঘড়াই, মেমারি ২ পঞ্চায়েত সমিতির সভাপতি সহ কর্মাধ্যক্ষগণ, বোহার ১ গ্রাম পঞ্চায়েত প্রধান সহ সদস্যবৃন্দ, জমিদাতা পরিবারের করুণাময় বাবু সহ সদস্যগণ, মন্তেশ্বর ব্লকের সহ কৃষি ডাইরেক্টর হরসিত মজুমদার, পূর্ব বর্ধমান জেলা হটিকালচার ডিপার্টমেন্টের ডাইরেক্টর সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন গৌরাঙ্গবাবু দুই শতাধিক মানুষের হাতে কৃষি সহায়ক যন্ত্র তুলে দেন। শ্রী রামকৃষ্ণ সেবা মন্দিরের ডাইরেক্টর স্বামী দিব্যাত্মানন্দজী মহারাজ জানান তিন দিনের এই মেলা উপলক্ষে কৃষি সম্মেলন, হস্তশিল্পের প্রদর্শনী, বিদ্যাপীঠের ছাত্রছাত্রীদের সাংস্কৃতিক অনুষ্ঠান, বাউল গান, ম্যাজিক শো, বাঁশি, তবলার লহরা, হরিনাম সংকীর্তন, যাত্রাপালা, রাইবেঁশে নৃত্য ও নরনারায়ণ সেবার আয়োজন করা হয়েছে।